ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টাকার বিনিময়ে প্রক্সি, চবির সাবেক শিক্ষার্থী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
টাকার বিনিময়ে প্রক্সি, চবির সাবেক শিক্ষার্থী আটক

চট্টগ্রাম: টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন মো. সোহাগ হোসেন নামের এক যুবক। তিনি নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বলে দাবি করেছেন।

 

সোমবার(১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সোহাগ পরীক্ষা দিতে আসেন। মূল পরীক্ষার্থীর ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় তাকে আটক করা হয়।

পরে মুচলেকা নিয়ে সোহাগকে ছেড়ে দেওয়া হয়। সোহাগ ওমরগনি এম ই এস ইউনিভার্সিটি কলেজের ডিগ্রির শিক্ষার্থী মোহাইম আজম চৌধুরীর হয়ে পরীক্ষা দিতে আসেন। মোহাইমের পরীক্ষার কেন্দ্র ছিল চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে।  

মহিলা কলেজের উপাধ্যক্ষ সালমা রহমান বাংলানিউজকে বলেন, ছবির সঙ্গে সোহাগের চেহারার মিল না থাকার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোহাগ টাকার বিনিময়ে পরীক্ষা দিতে আসার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, সোমবার ডিগ্রি তৃতীয় বর্ষের হিসাববিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা ছিল। সোহাগের বিষয়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও মোহাইম আজম চৌধুরীকে হিসাববিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা থেকে  বহিষ্কার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০ ৫০ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
 বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।