ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বাড়ছে চোখ ওঠা রোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
চট্টগ্রামে বাড়ছে চোখ ওঠা রোগী প্রতীকী ছবি

চট্টগ্রাম: হঠাৎ করে নগরে বাড়ছে চোখ ওঠা রোগীর সংখ্যা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগেও দেখা গেছে রোগীদের ভিড়।

এ রোগে আক্রান্ত হয়েও অনেক শিক্ষার্থীকে স্কুলে যেতে দেখা গেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে নগরের বিভিন্ন স্কুলগামী শিক্ষার্থীদের এ রোগে আক্রান্ত হয়ে স্কুল যেতে দেখা গেছে।

এ ছাড়া হাসপাতালেও বেড়েছে এ রোগীর সংখ্যা।  

চিকিৎসকরা বলছেন, গরমে আর বর্ষায় চোখ ওঠার প্রকোপ বাড়ে। একে বলা হয় কনজাংটিভাইটিস বা চোখের আবরণ কনজাংটিভার প্রদাহ। সমস্যাটি চোখ ওঠা নামেই পরিচিত। রোগটি ছোঁয়াচে। ফলে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। কনজাংটিভাইটিসের লক্ষণ হলো চোখের নিচের অংশ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথা, খচখচ করা বা অস্বস্তি। প্রথমে এক চোখ আক্রান্ত হয়, তারপর অন্য চোখে ছড়িয়ে পড়ে। এ রোগে চোখ থেকে পানি পড়তে থাকে। চোখের নিচের অংশ ফুলে ও লাল হয়ে যায়। চোখ জ্বলে ও চুলকাতে থাকে। আলোয় চোখে আরও অস্বস্তি হয়।

কনজাংটিভাইটিস রোগটি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে ছড়ায়। রোগীর ব্যবহার্য রুমাল, তোয়ালে, বালিশ অন্যরা ব্যবহার করলে এতে আক্রান্ত হয়। এ ছাড়া কনজাংটিভাইটিসের জন্য দায়ী ভাইরাস বাতাসের মাধ্যমেও ছড়ায়। আক্রান্ত ব্যক্তির আশপাশে যারা থাকে, তারাও এ রোগে আক্রান্ত হয়।

নগরের হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব বাংলানিউজকে বলেন, আমাদের স্কুলেও বেশকিছু শিক্ষার্থীকে এ রোগে আক্রান্ত হতে দেখেছি। তাদের আমরা ছুটি দিয়েছি। এছাড়াও আমাদের স্কুল ১৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।  

আলকরণ নুর আহমদ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, বাগমনিরাম আবদুর রশিদ সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়, সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মুসলিম হাই স্কুল, বাকলিয়া উচ্চ বিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী এ রোগে আক্রান্ত হয়েছে।

নগরের মুরাদপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ রাকিব বাংলানিউজকে বলেন, কাল হঠাৎ আমি চোখ উঠা রোগে আক্রান্ত হই। পরে আমার পরিবারের আরও চারজন সদস্য একই রোগে আক্রান্ত।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।