ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগ কর্মী হত্যা মামলার প্রধান আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, সেপ্টেম্বর ২৫, ২০২২
যুবলীগ কর্মী হত্যা মামলার প্রধান আসামি আটক ...

চট্টগ্রাম: জোরারগঞ্জ থানার হিংগুলি ইউনিয়নে যুবলীগ কর্মী মো. শহিদুল ইসলাম আকাশ হত্যা মামলার প্রধান আসামি মামুনসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, ভাইকে হত্যার প্রতিশোধ নিতে জামিনে বের হয়ে জোরারগঞ্জে যুবলীগ কর্মী শহিদুল ইসলাম  আকাশকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী এবং এজাহারনামীয় এক নম্বর আসামি মামুনসহ তিনজনকে আটক করা হয়েছে।  

গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় চিনকির বাজার এলাকায় কুপিয়ে জখম করা হয় শহিদুল ইসলাম আকাশকে।

তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। ওইদিন রাত সোয়া ৯টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

মো. শহিদুল ইসলাম আকাশ পূর্ব হিংগুলি এলাকার মো. নূর ইসলামের ছেলে। তিনি চিনকির বাজারে আসবাবপত্রের ব্যবসা করতেন।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।