ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গুজব ও বিচ্ছিন্ন ঘটনায় সতর্ক থাকতে হবে: ফরিদ মাহমুদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
গুজব ও বিচ্ছিন্ন ঘটনায় সতর্ক থাকতে হবে: ফরিদ মাহমুদ বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, পুজোর সময় একটি কুচক্রীমহল গুজব ছড়ায়। পরিকল্পিতভাবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে তা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়।

এসব ঘটনার পেছনে কারা থাকে আমরা জানি। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী দেশকে একটি মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক অসাম্প্রদায়িকভাবে গড়ে তুলতে চায়।  

জনক জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরের হালিশহর-পাহাড়তলী-ডবলমুরিং,খুলশী-পাঁচলাইশ থানা ও তার আওতাধীন সব পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লেডিস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভা যৌথভাবে পরিচালনা করেন বাবলু দাশ ও খুলশী থানার সাধারণ সম্পাদক পুজন লোধ। এ সময় আলোচনায় অংশ নেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিদ্দিক আহমেদ,শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, নগর যুবলীগ সাবেক সহ সভাপতি সুরথ কুমার চৌধুরী, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আন্জুমান আরা বেগম, থানা পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের মধ্যে বিনোদ বিহারী মজুমদার, তমাল শর্মা চৌধুরী, অমল কর্মকার, নোসার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া, লিটন দেবনাথ লিখন, ডা. সুমন তালুকদার, রুবেল শীল, দেবাশীষ মজুমদার, কৃষ্ণ কান্ত ধর, স্বপন চৌধুরী, তমাল, মিথুন সরকার, তপন সিংহ, বিশ্বজিৎ চৌধুরী, আশীষ শর্মা।  

এ সময় উপস্থিত ছিলেন রাশেদ চৌধুরী, দেলোয়ার হোসেন সুমন, সাঈদ হোসেন সোহেল, নাজমুল হাসান রুমি, ইমরান আলী রাজু, আনিসুর রহমান মামুন, ইয়াসিন ভুঁইয়া, সাহাদাত টিপু, মো. কাউসার, সর্ববিদ্যা সুজন প্রমুখ।

বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তারা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে। কিন্তু আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত ও সব ধর্মালম্বীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলেছে।  

শেষে নেতৃবৃন্দ ফাউন্ডেশনের পক্ষে ৪৭টি কমিটিকে অনুদানের অর্থ তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।