ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাম্প্রদায়িক গোষ্ঠীর ঠিকানা বঙ্গবন্ধুর বাংলাদেশে হবে না: বাবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
সাম্প্রদায়িক গোষ্ঠীর ঠিকানা বঙ্গবন্ধুর বাংলাদেশে হবে না: বাবর বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

চট্টগ্রাম: আসন্ন শারদীয় দুর্গাপূজায় হিন্দুদের মন্দিরে সাম্প্রদায়িক গোষ্ঠী হামলা চালালে তাদের ঠিকানা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে হবে না বলে হুঁশিয়ার করেছেন সাবেক ছাত্রনেতা হেলাল আকবর চৌধুরী বাবর।  

সোমবার (২৬ সেপ্টেম্বর) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের পূজামণ্ডপ কমিটিগুলোর সঙ্গ মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় তিনি প্রতিটি পাড়া মহল্লায় সম্প্রীতি কমিটি গঠন করার আহ্বান জানান।

নন্দনকাননের ডিসি হিলের সামনে এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুর সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নিলু নাগ, শ্রীপতি কান্তি পাল, মহানগর পূজা কমিটির সদস্য বিলু ঘোষ, সরোয়ার জাহান সারু, সুজিত ঘোষ।

 

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, যারা ধর্মের নামে মন্দির, মসজিদ, গির্জায় সাম্প্রদায়িক হামলা করে তারা সমাজের শত্রু, দেশের শত্রু, ধর্মের শত্রু। যারা এই ধরনের হামলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে তাদের জায়গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশে হবে না। বিএনপি-জামায়াত চক্র দেশকে অস্থিতিশীল করার জন্য বার বার সাম্প্রদায়িক হামলা চালিয়েছে হিন্দুদের বাড়িঘরে,মন্দিরে ভাংচুর চালিয়েছে। তাদের সাবধান করে বলতে চাই যদি কোনো প্রকার সাম্প্রদায়িক হামলা চালিয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয় তবে সব শ্রেণি পেশার মানুষদের সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

আসন্ন দুর্গাপূজায় প্রতিটি পাড়া মহল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি গঠন করার মাধ্যমে প্রতিটি পূজা মণ্ডপে প্রশাসনের পাশাপাশি স্বাধীনতার পক্ষের শক্তিকে পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হতে আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গোলাপ সিং লেন মজুমদার বাড়ি পূজা মণ্ডপের সভাপতি অনিন্দ মজুমদার শ্যাম, সম্পাদক আনন্দ মজুমদার স্নিগ্ধ, মঙ্গলময়ী কালীবাড়ী মণ্ডপের সভাপতি টুটুল ঘোষ, সম্পাদক গৌতম ঘোষ, ব্রজধাম পূজা কমিটির সভাপতি শিমুল কুমার দাশ, সম্পাদক রানা দাশ, মহিলা সমিতি গোয়ালপাড়া পুকুর পাড় পূজা উদযাপন কমিটির সভাপতি মিনা চৌধুরী, সম্পাদক রিতা রক্তি, যুগ্ম সম্পাদক দেবিকা ঘোষ, গোয়ালপাড়া শিল্পী সংঘের সভাপতি শৈবাল ঘোষ মিমো, সম্পাদক ছোটন ঘোষ, সনাতন ধর্ম সংসদের সভাপতি উত্তম দে, সম্পাদক বিপ্লব দে, কোষাধ্যক্ষ টুটুল মজুমদার, এনায়েত বাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ কুমার মিত্র, সম্পাদক সঞ্জিত ভট্টাচার্য, নন্দনকানন ১ নম্বর গলি পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ঘোষ অমিত, সম্পাদক রাকেশ দাশ, বাবুলাল ঘোষের বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি মুন্না ঘোষ, সম্পাদক বিকাশ ঘোষ, এয়ারবেল কারু পূজা কমিটির সভাপতি প্রণব চৌধুরী কুমকুম, সম্পাদক দীপংকর রুদ্র, রথের পুকুর পাড় বালক সাধু আশ্রম পূজা কমিটির সভাপতি সুমন মজুমদার, সম্পাদক মৃণাল দত্ত, শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির পূজা কমিটির সভাপতি জীবন দে, সম্পাদক টিপু মিত্র, লাভলেন সেবক কলোনি পূজা কমিটির সভাপতি হরি রাম দাশ, সম্পাদক আরমান দাশ, রেলওয়ে কলোনি পূজা কমিটির সভাপতি বাবুল চক্রবর্তী, সম্পাদক আশীষ চৌধুরী, জুবিলি রোড পূজা কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ ও সম্পাদক কমল সাহা।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।