ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনাযোদ্ধাদের চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, সেপ্টেম্বর ২৭, ২০২২
করোনাযোদ্ধাদের চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বৈশ্বিক মহামারি করোনা প্রতিরোধে চট্টগ্রাম বন্দর হাসপাতালে অস্থায়ীভাবে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ডবয়, আয়াসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া ১১৯ জনকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।  

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

 

মানববন্ধনে অংশ নেওয়া একজন বাংলানিউজকে বলেন, জীবনের মায়া তুচ্ছ করে করোনাকালে সেবা দিয়েছি। আমাদের ২ বছর ৩ মাস চাকরি হয়েছে।

এখন চাকরি চলে গেলে আমরা খাব কী, পরিবারকে খাওয়াবো কী? কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাই মানবিক কারণে আমাদের অব্যাহতি প্রত্যাহার করুন, চাকরি স্থায়ী করুন।  

আন্দোলনকারীরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।