ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিজের কর্মের মধ্যেই ধর্ম নিহিত: ফজলে করিম চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
নিজের কর্মের মধ্যেই ধর্ম নিহিত: ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, নিজের কর্মের মধ্যেই ধর্ম নিহিত। মানব কল্যাণই ধর্মের মূলকথা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সেই স্বপ্ন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিত্তবানরা অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসে তবে এদেশের সর্বস্তরের মানুষ খেয়ে পড়ে শান্তিতে থাকতে পারবে।  

শনিবার (৩০ সেপ্টেম্বর) এস অ্যান্ড ডি ফাউন্ডেশনের উদ্যোগে নগরের পাথরঘাটা সেন্ট প্লাসিডস উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শারোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।  

এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, দেশের উন্নয়নে শুধু সরকারের দিকে চেয়ে থাকলে হবে না। বিত্তবানদেরও সমাজের উন্নয়নের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। যার যার অবস্থান থেকে আমরা যদি দেশের উন্নয়নে কাজ করি, তবে এদেশ দ্রুত উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশে উন্নীত হবে। তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন সত্যিকারের সোনার বাংলা বাস্তবায়ন হবে।  

সমাজকর্মী দেবব্রত দে দেবুর সঞ্চালনায় এস অ্যান্ড ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত, প্রবীন রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ইন্দুনন্দন দত্ত, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, এস অ্যান্ড ডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শ্বাশতী মজুমদার, রাউজান পৌরসভার কাউন্সিলর ও এডিশনাল পিপি অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহুরলাল হাজারী, পুলক খাস্তগীর, হাসান মুরাদ বিপ্লব, রুমকী সেনগুপ্তা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২ 
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।