ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনে পাথর নিক্ষেপ, দুই চালক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, অক্টোবর ৬, ২০২২
ট্রেনে পাথর নিক্ষেপ, দুই চালক আহত প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী এলাকায় ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় ট্রেনের দুই চালক আহত হয়েছেন। এতে ইঞ্জিনের সামনের কাচ ভেঙে গেছে।

 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পাহাড়তলীর কৈবল্যধাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রেনচালক (লোকোমাস্টার) মুন্সী মোহাম্মদ রাসেল এবং সহকারী চালক সুমন কুমার শীল।

 

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম থেকে ট্রেনটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ট্রেনটি পাহাড়তলী স্টেশন অতিক্রম করার সময় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এতে লোকো নম্বর ২৭০৬-এর সামনের গ্লাস (এলএম সাইটের) সম্পূর্ণ ভেঙে ক্যাব রুমে প্রবেশ করে। এ ঘটনায় ট্রেন চালক আহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ৬ অক্টোবর, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।