ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দ্বিবার্ষিক সাধারণ সভার মাধ্যমে শেষ আইআইইউসির ২৫ বছর পূর্তি উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
দ্বিবার্ষিক সাধারণ সভার মাধ্যমে শেষ আইআইইউসির ২৫ বছর পূর্তি উৎসব

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজের ১১তম দ্বিবার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।  

এর আগে শনিবার (২৯ অক্টোবর) প্রথম দিন প্রথম দিন নগরের হোটেল রেডিসন ব্লুতে সাধারণ সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

পরে রোববার (৩০ অক্টোবর) দ্বিতীয় দিন গলফ ক্লাবে সাধারণ সভার সমাপনী অধিবেশন সম্পন্ন হয়েছে।  

এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের জেনারেল এসেম্বলির প্রেডিসডেন্ট প্রফেসর ড. আব্দুল্লাহ আব্দুল আজিজ আল মুসলিহ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মুহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, প্রো ভিসি প্রফেসর ড. মাসরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবীর, কন্ট্রোলার অব এক্সাম প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান (কায়সার)।  

সাধারণ সভায় বিদেশী সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিপুটি স্পিকার আলজেরিয়া ইউসুফ আজিচ্ছা, সোমালিয়ার ডেপুটি এডুকেশন মিনিস্টার ইঞ্জিনিয়ার আব্দি ফাতাহ ইসাক মোহাম্মদ, মালদ্বীপের শিক্ষামন্ত্রী ড. আব্দুল্লাহ রাশেদ আহমেদ, কুয়েতের ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশন (আইআইসিও) এর ডিরেক্টার জেনারেল ইনিঞ্জনিয়ার বদর সৌদ আল সুমাইত, 

মিশরের রিলিজিয়াস অ্যাফেয়ার্সের প্রতিনিধি নুর আল দীন মুহাম্মদ আব্দুল ওয়ারিস, বিখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ড. আকরাম নদভী, সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্সের সাবেক প্রতিমন্ত্রী ড. আহমেদ আব্দুল্লাহ সুরুর আল সাব্বান, সৌদি আরবের এডুকেশন বিভাগ পরিচালক ড. আব্দুল আজিজ আল ফালেহ, মিশরের সাবেক মন্ত্রী প্রফেসর ড. সামী মুহাম্মদ আস শরীফ, সৌদি আরবের উম্মুল কুরা ইউনিভার্সিটি সাবেক অধ্যাপক ড. আহমেদ আল বান্নানি, তুরস্কের এডুরেস একাডেমির চেয়ারম্যান প্রফেসর ড. ইয়াকুব সিভিলেক, নেপালের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মি. রেজওয়ান আনসারী।

সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক আয় ব্যয়ের অডিট রিপোর্ট, বিশ্ববিদ্যালয়ের বিগত দিনের অর্জন, ভবিষৎ পরিকল্পনা সমূহ পেশ করা হয়। সভায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ আইআইইউসির বিগত দিনের অর্জনে সন্তোষ প্রকাশ করেন।  

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর সকালে আইআইইউসির সেন্ট্রাল অডিটরিয়ামে ২৫ বছর পূর্তি উৎসব সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।