ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানার মালিক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানার মালিক গ্রেফতার ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর থেকে আবুল কালাম হাবীব (৬০) নামের জাহাজভাঙা কারখানার এক মালিককে গ্রেফতার করেছে পুলিশ। হাবিবের বাড়ি সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর লালবেগ এলাকায়।

সোমবার (৩১ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা গেছে, হাবীব সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ সাগর উপকূলে হাবীব স্টিল নামে জাহাজভাঙা কারখানার মালিক।

তার বিরুদ্ধে মোট ১২টি গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে আটটি মামলায় সাজা হওয়ায় সেগুলোর গ্রেফতারি পরোয়ানা ছিল।  

সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) পাপেল রায় বাংলানিউজকে বলেন, ১২টি গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাবীব নামের এ ব্যবসায়ী তিন বছর ধরে পলাতক ছিলেন। পরে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে রোববার তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড, পাহাড়তলী, ডবলমুরিং, হাটহাজারী এবং ঢাকার শ্যামপুর ও মতিঝিলে ১২টি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।