ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গুদামে মিললো ৫০০ বস্তা চিনি, ভোক্তা অধিকারের জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
গুদামে মিললো ৫০০ বস্তা চিনি, ভোক্তা অধিকারের জরিমানা 

চট্টগ্রাম: নগরের হালিশহরে সততা ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানের গুদাম থেকে ৫০০ বস্তা চিনি জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজউল্লাহ এ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি বাংলানিউজকে জানান,  আগের দামে কেনা প্রায় ৫০০ চিনির বস্তা মজুদ করে রাখে দোকানের মালিক।

যার পাইকারি ক্রয়মূল্য প্রতিকেজি ৯০ টাকা। কিন্তু এখন এসব চিনি বিক্রি করা হচ্ছে ১০৭ টাকা কেজিতে। যা সরকারের নতুন নির্ধারণ করা দামের চেয়ে ৫ থেকে ৮ টাকা বেশি।  

তিনি আরও বলেন, এজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।