ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির চারুকলা শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
চবির চারুকলা শিক্ষার্থীদের সড়ক অবরোধ  সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আন্দোলনের ২৮তম দিনে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আরও একবার সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে নগরের বাদশাহ মিয়া সড়ক অবরোধ করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম বাংলানিউজকে বলেন, আন্দোলনের ২৮ দিন পার হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত আসেনি৷ তিনবার বৈঠক করেও সমাধানে দিতে পারেননি তারা। দাবি আদায় না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।

এর আগে গত ২ নভেম্বর ২২ দফা দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এরপর থেকে আন্দোলনের অংশ হিসেবে আর ক্লাসে ফেরেননি তারা। তবে গত ৫ নভেম্বর ২২ দফা থেকে এক দফা দাবিতে একমত হন শিক্ষার্থীরা। ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে ২৮তম দিনে দ্বিতীয়বারের মত সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। একই দাবিতে গত ১০ নভেম্বর ইনস্টিটিউট সংলগ্ন বাদশা মিয়া সড়ক অবরোধ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।