ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি ডেকে পাঠাল অভিষেককে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জুন ৮, ২০২৩
নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি ডেকে পাঠাল অভিষেককে অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ফটো)

কলকাতা: এবার পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।  

আগামী মঙ্গলবার ( ১৩ জুন) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ডেকে পাঠানো হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।

বৃহস্পতিবারই (৮ জুন) অবৈধ কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে জেরা করেছে ইডি। প্রায় চার ঘণ্টা পর রুজিরা সেখান থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে সমন পাঠালো ইডি।

এর আগে ২০ মে কলকাতার নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এই শিক্ষক নিয়োগ মামলায় জেরা করেছিল অভিষেককে। সেদিন ৯ ঘণ্টা ৪০ মিনিট জেরা করা হয়েছিল তাকে। কিন্তু ইডির কেন তাকে ডেকে পাঠালো তা নিয়েই কৌতূহল তৈরি হয়েছে।

৩১ মে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে সর্বশেষ গ্রেফতার হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তিনি আবার অভিষেকের অফিসের কর্মচারী ছিলেন। একাধিক সংস্থার ডিরেক্টর পদেও কাকু ছিলেন বলে ইডি সূত্রে জানা গিয়েছে।  
কালীঘাটের কাকু এখন ১৪ দিনের ইডি হেফাজতে রয়েছেন। আগামী ১৪ জুন তার সেই মেয়াদ শেষ হবে। ঠিক তার আগের দিন অভিষেককে ডেকে পাঠাল ইডি। যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

সেদিন এ বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, কালীঘাটের কাকু অত্যন্ত প্রভাবশালি একজন। তাকে গ্রেফতারের মধ্য দিয়ে তৃণমূলের হৃদয় পর্যন্ত পৌঁছে গেল ইডি,  একেবারে মাথার কাছাকাছি, এবার কান টানলে মাথা আসবে। বিরোধী নেতার দাবি করেছিল, ‘লিপস অ্যান্ড বাউন্স’ কোম্পানির সিইও ছিলেন কাকু। সেই কোস্পানিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই কোম্পানিতে অভিষেকের স্ত্রী রুজিরাসহ মমতার পরিবারের অনেক সদস্যই যুক্ত। ফলে হৃদয়ের কাছে পৌছে গিয়েছে তদন্তকারীরা সংস্থা। নিশ্চই মাথা ধরতে পারবেন।

এদিনই (৮ জুন) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ৮ জুলাই রাজ্যটিতে পঞ্চায়েত ভোট। সেই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় জনসংযোগ করছেন। তারই মধ্যে ইডির সমন। অভিষেক কী করেন এখন সেটাই দেখার।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।