বিশ্বব্যাপী কর্মদক্ষতার নিরীক্ষণে উচ্চ ও আধুনিকমানের চিকিৎসা সেবা প্রদানে সেরা হাসপাতালগুলির মধ্যে স্থান করে নিয়েছে অ্যাপোলো হাসপাতাল।
অ্যাপোলো হাসপাতালের কর্মকর্তা অভিজিৎ মজুমদার বাংলানিউজকে জানান, গোল্ডম্যান স্যাকসের প্রতিবেদনে এ তথ্য অনুযায়ী, সেবা চিকিৎসার মানে অ্যাপোলো হাসপাতাল বিশ্বের অন্যতম হিসেবে চিহ্নিত করা হয়েছে।
১৯৮৩ সালে ভারতের আধুনিক চিকিৎসালয়ের নির্মাতা ডা. প্রতাপ সি রেড্ডির হাত ধরে চেন্নাইয়ে প্রথম কর্পোরেট অ্যাপোলো গ্লিনিগ্ল্যাস হাসপাতালের যাত্রা শুরু হয়। বর্তমানে অ্যাপোলো কর্তৃপক্ষ ভারতে ৮ হাজার ৫০০ শয্যার ৫২টি হাসপাতাল, একহাজার ফার্মেসি, ১০০টি ডায়াগনস্টিক ক্লিনিক এবং ১০টি নার্সিং ও হসপিটাল ম্যানেজমেন্ট কলেজ পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানই অ্যাপোলোকে ভারতে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে শীর্ষে নিয়ে এসেছে। এরমধ্যে পশ্চিমবঙ্গে কলকাতা অ্যাপোলো হসপিটাল গত ছয় বছরে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে শীর্ষস্থান দখল করে আছে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এমআর/টিসি