ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইস্তফা দিয়েই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত ইডির হাতে গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
ইস্তফা দিয়েই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত ইডির হাতে গ্রেপ্তার

কলকাতা: ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে ভারতের আর্থিক বিষয়ে তদন্তকারী সংস্থা এনফর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বুধবার (৩১ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে অবশ্য তিনি উধাও হয়ে গিয়েছিলেন।

জানা গেছে, সেনাবাহিনীর জমি বিক্রির অভিযোগ রয়েছে হেমন্ত সোরেনের বিরুদ্ধে। গ্রেপ্তারের আগে ইডি তাকে নিজেদের হেফাজতে নেয়। দুপুর থেকে তাকে জেরা করা হয়। কিন্তু তিনি ইডিকে কোনো সহায়তা করেননি।

পরে তাকে রাজ্যের রাজভবনে নিয়ে যান ইডি কর্মকর্তারা। সেখানে নিজের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা জমা দেন হেমন্ত।

ইডি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টার দিকে রাজভবন থেকেই হেমন্তকে গ্রেপ্তার করা হয়। তাকে দ্বিতীয় দফা জেরা করা হবে।

হেমন্তের ইস্তফা ও গ্রেপ্তারের ঘটনায় রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পরিবহন মন্ত্রী চম্পাই সোরেন।

উল্লেখ্য, হেমন্ত সোরেনের বিরুদ্ধে রাঁচির সরকারি জমি আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছিল সিবিআই। সেই মামলায় বে-আইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করে ইডি। এরপরই গতকাল মঙ্গলবার দিল্লির বাড়ি থেকে উধাও হয়ে যান হেমন্ত সোরেন। দুদিন তল্লাশি চালানোর পর তাকে খুঁজে পায় ইডির কর্মকর্তারা।

গত কয়েক বছরে ১২ বারের বেশি সোরেনকে তলব করেছিল ইডি। কিন্তু কখনোই তিনি সংস্থাটির কার্যালয়ে হাজির হননি।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
ভিএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।