কলকাতা: বাংলাদেশে পাচারের আগেই ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে সাত কোটি রুপির হেরোইন (মাদক) জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএস। এ সময় এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণবঙ্গ সীমান্তের পিরোজপুর সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত বাহিনীর সদস্যরা, ৩ দশমিক ৩৮৭ কেজি হেরোইন জব্দ করেছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৭ কোটি রুপি।
বিএসএফ এর তথ্যমতে, শুক্রবার (২১ মার্চ) মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পিরোজপুর সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত সদস্য গোপন সূত্রে জানতে পারেন সংশ্লিষ্ট সীমান্ত অঞ্চল দিয়ে অবৈধ কিছু পাচার হতে চলেছে। এরপরই বিশেষ কৌশলে সীমান্ত অঞ্চলে নজরদারি শুরু করা হয়। বিকেল ৪টার দিকে বাহিনীর সদস্যরা দেখতে পান ভারতের অংশ থেকে বাংলাদেশের দিকে দুজন ব্যক্তি আসছেন। তাৎক্ষণিক বিএসএফ চোরাকারবারিদের থামতে বলে তাদের দিকে এগিয়ে যায়। ভয়ে চোরাকারবারিরা জিনিসপত্রগুলো ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ধাওয়া করে চোরাকারবারিদের একজনকে ধরে ফেলে বিএসএফ। এ ঘটনার পর তল্লাশি চালিয়ে ঝোপ এবং আশপাশের এলাকা থেকে পাঁচটি প্যাকেট উদ্ধার করে। পরে জব্দ করা প্যাকেটগুলো পরীক্ষার পর নিশ্চিত করা হয় যে সেগুলো হেরোইনের প্যাকেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটক চোরাকারবারি স্বীকার করেন তিনি বাংলাদেশি নাগরিক এবং বিভিন্ন আন্তঃসীমান্ত চোরাচালান কার্যকলাপের সঙ্গে জড়িত। তিনি জানান প্যাকেটগুলি ভারতীয় সহযোগীরা তাকে দিয়েছিল।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আরও জানায়, তার দায়িত্ব ছিল সীমান্ত পার করে অপর এক বাংলাদেশি ব্যক্তিকে পৌঁছে দেওয়ার। যার বিনিময়ে সে কিছু টাকা পেত। কিন্তু তার আগেই বাহিনীর হাতে ধরা পড়ে যায়।
গ্রেপ্তারকৃত বাংলাদেশি এবং জব্দকৃত হেরোইন প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষ করার পর সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
ভিএস/আরএ