ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

টানা ভারী বৃষ্টিতে ডুবেছে কলকাতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৫

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, সেপ্টেম্বর ২৩, ২০২৫
টানা ভারী বৃষ্টিতে ডুবেছে কলকাতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৫ বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

ভারী বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নচাপের জেরে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ চলছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালেও।

রাত ১২টা থেকে সকাল ৭টা অব্দি শহরে বৃষ্টি হয়েছে দুইশ মিলিমিটার। এ পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে বিভিন্ন এলাকায়। এর জেরে জনজীবন প্রায় স্তব্ধ!

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের সড়ক থেকে শুরু করে অলিগলি সব জায়গায় জলমগ্ন। কোথাও হাঁটুজল তো কোথাও কোমর অব্দি। কলকাতাসহ শহর সংলগ্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বহু বাড়ির একতলা ভেসে গেছে পানিতে। রেললাইনে পানি জমায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বন্ধ মেট্রোরেল চলাচল। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে পূজার প্রস্তুতি। কোথাও মণ্ডপ ভেঙে পড়েছে, কোথাও ভেসে গেছে সাজসজ্জার সামগ্রী। পূজার মুখে সাম্প্রতিককালে এমন দুর্যোগের সাক্ষী হয়নি শহরবাসী। ভারী বৃষ্টিতে পূজামণ্ডপগুলোতে ক্ষতির আশঙ্কা করছেন আয়োজকরা।

এদিন বেলা বাড়লেও সূর্য়ের মুখ দেখেননি শহরবাসী। ঘন মেঘের অন্ধকারে ডুবেছে কলকাতা। এমন পরিস্থিতিতে আর একটি ফোঁটা বৃষ্টি না হলেও শহরের পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হতে সময় লাগতে পারে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।  

তিনি জানিয়েছেন, পাম্প দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা কাজ চলছে। কিন্তু গঙ্গায় জোয়ার আসছে। এর দাপট থাকবে বেশ কিছুক্ষণ। এর জেরে গঙ্গার সাথে লাগোয়া লকগেট বন্ধ করে দিতে হবে। এর কারণে প্রায় রাত ১০টা পযন্ত শহরে পানি দাঁড়িয়ে থাকবে। কলকাতায় আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কলকাতা আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর আগেই প্রবল বৃষ্টির সতর্কতা দিয়েছিল। তবে এমন ভয়াবহ পরিস্থিতির কথা আঁচ করতে পারেননি কেউই। আবহাওয়া অফিস জানিয়েছে, আরও বৃষ্টি হতে পারে। ফলে যেসব এলাকা ইতিমধ্যেই জলমগ্ন, সেগুলোর অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা। পুরসভা ভোর থেকেই পাম্প চালিয়ে পানি নামানোর চেষ্টা করছে। কিন্তু বৃষ্টির পরিমাণ এত বেশি যে, পানি সরে যেতে সময় লাগবেই বলে মনে করছেন পুরকর্তারা। মঙ্গলবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই অনুমান। এর কারণে দুর্ভোগে নাজেহাল কলকাতাবাসী।
 
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।