ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপি জিতলে কলকাতায় ফিরিয়ে আনা হবে তসলিমাকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪
বিজেপি জিতলে কলকাতায় ফিরিয়ে আনা হবে তসলিমাকে

কলকাতা: লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি(বিজেপি) ক্ষমতায় আসলে কলকাতায় সসম্মানে ফিরিয়ে আনা হবে বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে। এছাড়া তিস্তাসহ ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে বহমান নদীগুলো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।



কলকাতা প্রেসক্লাবে বাংলানিউজের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন লোকসভা নির্বাচনে বিজেপির দক্ষিণ কলকাতার প্রার্থী, বিজেপির জাতীয় কার্যনির্বাহী সমিতির সদস্য তথাগত রায়।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কলকাতা দক্ষিণ কেন্দ্রের প্রার্থীর নাম। সেই উপলক্ষে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রার্থী তথাগত রায়।

২টি পঞ্চায়েত সমিতি, কলকাতা পুরসভার ৫৮টি ওয়ার্ড, ৭টি বিধানসভা কেন্দ্র ও ১৬ লক্ষ ভোটার আছেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে।

পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম এই লোকসভা কেন্দ্র।

বিভিন্ন পরীক্ষা চলার জন্য কারণে মাইক বাজিয়ে প্রচার বর্তমানে বন্ধ আছে। সেই কারণে মূলত সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের মাধ্যমেই প্রচার চালাচ্ছেন বলে তথাগত রায় জানান।

তথাগত রায় বলেন গুজরাটের উন্নয়নের মডেলকে সামনে রেখেই প্রচারে নামছে বিজেপি।

তিস্তা চুক্তিকে বাস্তবায়নে বাধা দেওয়ার জন্য তিনি সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দায়ী করেন। তিনি বলেন প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে বদ্ধপরিকর বিজেপি।

 
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, মার্চ ২১ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।