ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হাসপাতালে খাদ্য সরবরাহ সরকারীকরণ দাবী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪
হাসপাতালে খাদ্য সরবরাহ সরকারীকরণ দাবী

কলকাতাঃ পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা উন্নতির দাবী জানালেন এ খাতে কর্মরত ঠিকা শ্রমিকরা। কেন্দ্রীয় সরকারের ঘোষণায় রক্তের দাম বৃদ্ধি রোধকল্পে ও সরকারি হাসপাতালে রোগীদের খাদ্য সরবরাহ সরকারীকরণে তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।



ঠিকা কর্মীরা জানান, সারাদেশে রক্তের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় গরীব রোগীরা দারুণ সমস্যায় পড়েছেন। অবিলম্বে এর প্রতিকার হওয়া দরকার।

কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে “সারা বাংলা হাসপাতাল রুগি কল্যাণ ও অস্থায়ী ঠিকা কর্মী ঐক্য কেন্দ্র” এই দাবী জানায়। তারা জানান, সরকারী হাসপাতালের পরিসেবা আরও উন্নত করতে ঠিকা শ্রমিকদের উন্নয়নের দিকে নজর দেওয়া উচিৎ।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।