ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকসভা নির্বাচনে ত্রিপুরা সীমান্ত বন্ধ থাকছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪
লোকসভা নির্বাচনে ত্রিপুরা সীমান্ত বন্ধ থাকছে

আগরতলা (ত্রিপুরা): আগামী ৭ ও ১২ এপ্রিল ত্রিপুরার দু’টি আসনে ষোড়শ লোকসভা আসনের ভোট অনুষ্ঠিত হবে। এ কারণে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই বন্ধ থাকছে ত্রিপুরা সীমান্ত।



এ সময় ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য যেমন ভারতে প্রবেশ করবে না ঠিক তেমনি ভারত থেকেও কোনো পণ্য বাংলাদেশে যাবে না। পাশাপাশি সীমান্ত এলাকায় নেওয়া হবে প্রয়োজনের চেয়ে অধিক নিরাপত্তা ব্যবস্থা। এ ব্যাপারে বিএসএফ’কেও সীমান্তে নজরদারি বাড়াতে এবং অধিক সতর্ক থাকতে বলা হয়েছে।

জানা গেছে, রাজ্যে এবার অতি স্পর্শকাতর নির্বাচন কেন্দ্রের সংখ্যা ২৫টি। আর স্পর্শকাতর বুথের সংখ্যা ৩৫০টি।

যে কোনো প্রকার সহিংসতা এড়াতে এই লোকসভা নির্বাচনের দু’দিন রাজ্যের সব জায়গায় আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রাখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।

রাজ্যের ২টি আসনের লোকসভা নির্বাচনের সম্ভাব্য খরচ প্রসঙ্গে প্রধান নির্বাচনী কর্মকর্তা আশুতোষ জিন্দাল জানান, প্রায় ২২ কোটি টাকা খরচ ধরা হয়েছে ত্রিপুরার দু’টি আসনের লোকসভা ভোটের জন্য। ‌

ইতোপূর্বে ২০১৩ সালে রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছিল। সে সময় ব্যয় হয়েছিল ১৮ কোটি টাকা। গত এক বছরে এ ব্যয় বেড়েছে প্রায় ৪ কোটি টাকা।
 
জিন্দাল জানান, ষোড়শ লোকসভা নির্বাচনে রাজ্যের দু’টি আসনে ভোটগ্রহণের চূড়াম্ত প্রস্তুতি চলছে৷‌ ২টি সংসদীয় কেন্দ্রেই ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে সীমাম্ত সিল করে দেওয়া হবে।

আগামী ৭ এবং ১২ এপ্রিল ত্রিপুরার দু’টি লোকসভা আসনে ভোটের জন্য চলছে শেষ সময়ের প্রস্তুতি।
 
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।