ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তপসিয়ায় আগুনে ভস্মীভূত ২০০ ঝুপড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৪
তপসিয়ায় আগুনে ভস্মীভূত ২০০ ঝুপড়ি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতাঃ কলকাতার পার্কসার্কাস অঞ্চলের তপসিয়ায় রোববার ভোর সাড়ে ৬টা নাগাদ একটি ঘন জনবসতি পূর্ণ এলাকায় আগুন লাগে। আগুনে ২০০ ঝুপড়ি ভস্মীভূত হয়েছে।



খবর পেয়ে দমকলের ২৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে।

এখন পর্যন্ত বেসরকারিভাবে এ ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বেশ কিছু মানুষ আহত হয়েছেন।

আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বাঁশ, প্লাস্টিকসহ বিভিন্ন দাহ্য পদার্থ দিয়ে তৈরি হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিপুল সংখ্যক বস্তিবাসী গৃহহীন হয়েছেন। তারা সরকারের কাছে অবিলম্বে সাহায্যের দাবী জানিয়েছেন।

বাংলাদেশ সময়:  ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।