ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকসভা নির্বাচন শুরু সোমবার, প্রচার সমাপ্ত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৪
লোকসভা নির্বাচন শুরু সোমবার, প্রচার সমাপ্ত

আগরতলা (ত্রিপুরা): ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ১৬তম নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে। প্রথম দফার নির্বাচনের প্রচার শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে।


 
প্রথম দফায় ত্রিপুরার একটি এবং আসামের পাঁচটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রিপুরার ভোটগ্রহণ হচ্ছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে।

এবার ভারতে লোকসভা নির্বাচন হবে নয় দফায়। প্রথম দফায় অনুষ্ঠেয় নির্বাচনে প্রচারের সময় শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে। শেষ দিনে ত্রিপুরার পশ্চিম আসনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রচার চালায় রাজনৈতিক দলগুলো।

রাজধানী আগরতলায় কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল কংগ্রেস, গ্রামীণ কংগ্রেস বিশাল বিশাল মিছিল বের করে। রাজনৈতিক দলগুলো তাদের শেষ মুহূর্তের প্রচারে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। নিজেদের রাজনৈতিক এজেন্ডা তুলে ধরেছে ভোটারদের কাছে।

নয় দফার নির্বাচন শুরু হবে ৭ এপ্রিল। শেষ হবে ১২ মে। ভোট গণনা হবে ১৬ মে। এর চার দিন পর ১৬ মে সারা দেশে একযোগে লোকসভা আসনের ফল ঘোষিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

সূত্র আরো জানায়, লোকসভার আসন ৫৪৩টি। এবারের নির্বাচনে ভোট দেবেন ৮১ কোটি ৪০ লাখ ভোটার। ২০০৯ সালের সর্বশেষ নির্বাচন থেকে এবার ১০ কোটি ভোটার বেশি। তাদের মধ্যে দুই কোটি ৩০ লাখ নতুন ভোটার। নির্বাচন হবে নয় লাখ ৩০ হাজার ভোটকেন্দ্রে। এবারের ভোটদাতাদের ৯৯ শতাংশই ভোট দিতে পারবেন ভোটার পরিচয়পত্র দিয়ে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।