ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ইসি দায়িত্ব সামলাচ্ছে কড়া হাতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
ভারতে ইসি দায়িত্ব সামলাচ্ছে কড়া হাতে

কলকাতা: ভারতে ২০১৪ লোকসভা নির্বাচন চার দফা হলেও, পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হবে ১৭ এপ্রিল থেকে। পশ্চিমবঙ্গসহ গোটা দেশের চারটি প্রধান দলের ভাগ্য নির্ধারণ হবে ১৬ মে।



আবহাওয়া উত্তাপের পাশাপাশি ভোটের পারদও চড়েছে আবহাওয়া তাপের থেকেও বেশি। এই ভোটের উত্তাপের রেশ অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। তাঁরা তোয়াক্কা করছেন না ডান-বাম কোনো রাজনৈতিক দলকেই। আইনবিরোধী কোনো কাজ হলেই শক্তহাতে দায়িত্ব সামলাচ্ছে।

কোনো স্থানে সরকারীসহ রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন অথবা দেওয়াল লিখন দেখলেই সরাসরি পদক্ষেপ নিচ্ছে।

দক্ষিণ কলকাতার নির্বাচন কমিশনের কর্মকর্তা অর্নিবান ঘোষ জানালেন, আমরা সব রাজনৈতিক দলের ওপর কড়া নজর রাখছি।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের লক্ষ্য ছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (election commission westbengal) কেউ অভিযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি চব্বিশ ঘণ্টার মধ্যে।

তিনি বলেন, অভিযোগ শুধু রাজনৈতিক দলই নয়- সাধারণ মানুষও করতে পারে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। মূলতঃ সাধারণ মানুষই বেশি অভিযোগ করছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বুঝিয়ে দিয়েছেন তাদের সিদ্ধান্তই শেষ কথা।

বাংলাদেশ সময়:  ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।