ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাবুল সুপ্রিয়কে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪
বাবুল সুপ্রিয়কে আত্মসমর্পণের নির্দেশ ছবি: বাবুল সুপ্রিয়

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল আসন থেকে বিজেপির প্রার্থী প্লে-ব্যাক গায়ক বাবুল সুপ্রিয়কে বুধবার ভারতীয় সময় বিকেল ৫টার মধ্যে রানীগঞ্জ থানায় আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ।

বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে রানীগঞ্জ থানার পুলিশ মোট ৫টি অভিযোগ দায়ের করেছে।

এছাড়া আরও ৪টি অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে আছে বেআইনি অস্ত্র রাখা, হুমকি ,দাঙ্গা বাঁধানোর চেষ্টা, প্রাণনাশের হুমকি, মারপিট,চুরি এবং মদ্যপ অবস্থায় ভোটের প্রচার ইত্যাদি।

ঘটনার সূত্রপাত গত ১২ এপ্রিল, প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয়। এর পরই বাবুল সুপ্রিয় রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অপর দিকে বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসন।

বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা জানিয়েছেন, বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তিনি আরও জানিয়েছেন প্রচারের প্রথম থেকেই বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে তৃণমূল কংগ্রেস। তিনি জানান তার দল সব সময় বাবুল সুপ্রিয়ের সঙ্গে আছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।