ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসনে ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪
লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসনে ভোটগ্রহণ চলছে

ঢাকা: ভারতের জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে পঞ্চম দফায় সবচেয়ে বেশি আসনে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল থেকে দেশটির ১২টি রাজ্যের ১২১টি সংসদীয় আসনে এ ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল পর্যন্ত।



পঞ্চম দফায় মোট এক হাজার ৭৬৯ জন প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন ইউপিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিনধে, সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, সাবেক মন্ত্রী যশোবন্ত সিং, লালু প্রাসাদের বড় মেয়ে মিশা ভ‍ারতীসহ  অনেক প্রভাবশালী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, চার দফায় ১১১টি আসনে মোটামুটি শান্তিপূর্ণ ভোটগ্রহণের পর পঞ্চম দফায় কর্ণাটক রাজ্যের ২৮টি আসনে, রাজস্থানের ২০টি, উত্তর প্রদেশের ১১টি, মধ্য প্রদেশের ১০টি, মহারাষ্ট্রের ১৯টি, বিহারের সাতটি, ঝাড়খন্ডের ১৪টি, উড়িষ্যা ১১টি, পশ্চিমবঙ্গের চারটি, ছত্তিশগড়ের তিনটি, গোয়ার দু‘টি এবং জম্মু-কাশ্মীর ও মনিপুরে একটি করে আসনে ভোটগ্রহণ চলছে।

বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশটির মোট ৫৪৩টি সংসদীয় আসনের ভোটগ্রহণ শেষ হবে ১২ মে। ক্ষমতার রদবদলের ফলাফল ঘোষণা করা হবে ১৬ মে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘ. ১৭ এপ্রিল ২৯১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।