ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪
শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গে

কলকাতা: ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রথম পর্বের ভোটগ্রহণ চলছে বেশ শান্তিপূর্ণভাবে।

বৃহস্পতিবার শুরু হওয়া ভারতের পঞ্চম দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রথম পর্বে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।



সকাল থেকেই এ রাজ্যে বেশ শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

বিরোধী দলগুলোর পক্ষ থেকে কিছু অভিযোগ এলেও নির্বাচন কমিশন বলছে, বড় কোনো সহিংসতার খবর নেই।

সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৪৪.৩৬ শতাংশ।

দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোটের পরিমাণ ৩৯.৩৫ শতাংশ। আর জলপাইগুড়িতে ভোট পড়েছে ৪২ শতাংশ এবং কোচবিহারে ভোট পড়েছে ৪২.৮৬ শতাংশ।

বুধবার থেকেই পশ্চিমবঙ্গে অবস্থান করছেন নির্বাচন কমিশনের বিশেষ নির্বাচন পর্যবেক্ষক সুধীর কুমার।

২০০৪ সালের পর এই প্রথম কোনো ভোটে বিশেষ নির্বাচন পর্যবেক্ষক এ রাজ্যে এলেন।

মনে করা হচ্ছে, ভোটের আগে প্রশাসনিক রদবদল নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে যে সংঘাতমূলক পরিস্থিতির সূত্রপাত হয়েছিল তার ফলেই শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছেন।

বিশেষ পর্যবেক্ষক কোনো জায়গায় নির্বাচনী বিধি ভঙ্গ হলে যেকোনো নির্বাচনী কর্মকর্তাসহ পুলিশকে সরাসরি নির্দেশ দিতে পারবেন।

** পশ্চিমবঙ্গে চার জেলায় ভোট চলছে

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।