ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রানা প্লাজায় নিহতদের প্রতি কলকাতার শ্রমিক সংগঠনের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
রানা প্লাজায় নিহতদের প্রতি কলকাতার শ্রমিক সংগঠনের শ্রদ্ধা ছবি: ফাইল ফটো

কলকাতা: রানা প্লাজায় নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো কলকাতার আটটি শ্রমিক সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার দুপুরে এই সংগঠনগুলোর তরফে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের প্রধান আবিদা ইসলামের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।



স্মারকলিপি প্রদানকারী শ্রমিক সংগঠনগুলো হলো জিআরএসই ওয়ার্কস ম্যান ইউনিয়ন, পাহাড়পুর কুলিং টাওয়ার ইউনিয়ন, জেআরই এমপ্লয়িজ ইউনিয়ন, কার্ডবোর্ড পেপার প্রোডাক্ট শ্রমিক ইউনিয়ন, হিন্দুস্থান ইউনিলিভার পার্মানেন্ট ওয়ার্কসম্যান ইউনিয়ন, আইএমসি শ্রমিক সংগঠন, গ্রাডেনরিচ চুক্তি ভিত্তিক নিরাপত্তা কর্মী এবং শ্রমিক ইউনিয়নসহ ওয়ার্কার্স ইনিশিয়েটিভ।

স্মারকলিপিতে শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা জানান, আমরা রানা প্লাজা দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। আমরা আশা প্রকাশ করি বাংলাদেশ সরকার এই ক্ষতিগ্রস্ত মানুষদের সঠিক চিকিৎসা এবং পুনর্বাসনের বিষয়টি অতি সংবেদনশীলভাবে দেখবে।

এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের জাতীয় শ্রমিক নেতা মুহম্মদ ইউনুস, কমল তিয়ারী, দীপ সিং, কৃষ্ণা শর্মা, অমর দাস প্রমুখ।

কমল তিয়ারী বাংলানিউজকে বলেন, ভারত ছাড়াও আরও চল্লিশটি দেশে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে এই ধরনের স্মারকলিপি প্রদান করেছি আমরা।

তিনি জানান, আগামীতে রানা প্লাজার ঘটনার প্রতি সমবেদনা জনিয়ে একটি সমাবেশের আয়োজন করা হবে। এ সমাবেশে অংশ নেবেন পশ্চিমবঙ্গের শ্রমিক ইউনিয়নের সদস্য ও তাদের পরিবারসহ কলকাতার সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।