ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা তদন্ত নিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর প্রেস ব্রিফিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪
সারদা তদন্ত নিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর প্রেস ব্রিফিং ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সারদা কাণ্ড নিয়ে নজিরবিহীনভাবে সোমবার ব্যক্তিগত সংবাদ সম্মেলন করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।

দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণেশ্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন।



সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি পরিষ্কারভাবে জানান, এই সংবাদ সম্মেলনের সঙ্গে তার দল তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, সারদা কেলেঙ্কারি নিয়ে এনফোর্স্মেন্ট ডাইরেক্টরেটের (ইডি) তদন্ত নিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করছে বিরোধী রাজনৈতিক দলগুলি এবং সংবাদ মাধ্যমের একাংশ।  

মদন মিত্র বলেন, কিছু কিছু সংবাদ মাধ্যম এমন একটি ধারণা তৈরি করছে যার ফলে জনমানসে তার ভাবমূর্তি সম্পর্কে বিরূপ প্রভাব পড়ছে।

তিনি দাবি করেন, তার সঙ্গে সারদা কেলেঙ্কারির কোনো সম্পর্ক নেই। তিনি সারদা গোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের লেনদেনে যুক্ত ছিলেন না।

তিনি ‘ইডি’র তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন।

এক বছর আগে সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে উল্লেখ করে তিনি বলেন, রাজ্য সরকার গ্রেফতার করেছে সারদা গোষ্ঠীর মালিক সুদীপ্ত সেনকে। সেই সময় তাকে কোনো প্রশ্ন করা হয়নি।

মদন মিত্র বলেন, ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বদনাম করতেই পরিকল্পিতভাবে এই তদন্ত করা হচ্ছে।

ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেন, কংগ্রেস, বিজেপি, সিপিএম এক হয়ে চক্রান্ত করছে।

তিনি প্রশ্ন তোলেন, ২০০৬-২০১১ সাল পর্যন্ত যখন সারদা গোষ্ঠী নিজেদের বিভিন্ন কোম্পানিকে নথিভুক্ত করে তখন কেন কেন্দ্র সরকার বুঝতে পারেনি যে এই কোম্পানিটি প্রতারণা ব্যবসা করছে।

মদন মিত্র বলেন, জনগণের মনের থেকে সংবাদ মাধ্যমের তৈরি ভুল ধারণা নিরসন করতেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি।

ইতোমধ্যেই সারদা চিট ফান্ড কেলেঙ্কারিতে সুদীপ্ত সেনের স্ত্রী এবং পুত্রকে ‘ইডি’ গ্রেপ্তার করেছে। জেরা করা হয়েছে সুদীপ্ত সেনের পুত্র বধূকেও। নোটিশ পাঠানো হয়েছে লোকসভার তৃণমূল প্রার্থী নাট্যকার অর্পিতা ঘোষকে।

এই প্রসঙ্গে বৃহস্পতিবার ‘ইডি’কে একহাত নিয়ে ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরম’র সমালচনা করেছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।

অনেকেই মনে করছেন, সারদা গোষ্ঠীর সঙ্গে যোগ সূত্রতার খবর  সংবাদ মাধ্যমে আসাতে লোকসভা ভোটের আগে বেশ কিছুটা অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই নিজের ইমেজ পুনরুদ্ধার করতে এই ব্যক্তিগত সংবাদ সম্মেলন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।