ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভোট গাড়িতে মাও হামলায় নিহত ৫ সেনা

সুকুমার সরকার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪
ভোট গাড়িতে মাও হামলায় নিহত ৫ সেনা

কলকাতা থেকে সুকুমার সরকার: বৃহস্পতিবার নির্বাচন শেষে ভোটকর্মীদের গাড়িতে হামলা চালিয়েছে মাওবাদীরা। বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে শিকারিপাড়ায় নিহত হয়েছে ৫ সেনা।

আহত হয়েছেন বেশ কয়েকজন।

এ দিন ভোট শেষে বাসে করে ফিরছিলেন ভোটকর্মীরা। শিকারিপাড়ায় একটি পুলের কাছে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়ে যায় বাসটি।

তবে দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই মিটল রাজ্যের দ্বিতীয় দফায় ভোটপর্ব। মালদহের কালিয়াচক ও মুর্শিদাবাদের ডোমকলে বোমাবাজির অভিযোগ উঠেছে শাসক তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে।

ইটাহারসহ বেশ জায়গায় ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গেছে। সন্ধ্যা ছটা পর্যন্ত ভোট পড়েছে আশি শতাংশের বেশি। কুচবিহারে সামান্য গোলমাল ছাড়া তিন জেলার ছটি লোকসভা কেন্দ্রে ভোটপর্ব মোটের ওপর মিটল শান্তিতেই।  

কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে গড়াইমারিতে। কিছুক্ষণের ভোট গ্রহণ বন্ধ থাকে। ডোমকলের কুশবেড়িয়ার একশো ও একশো এক নম্বর বুথে বাম এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এখানেও অভিযোগের তির কংগ্রেসের দিকে।

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূলের এজেন্টদের মারধরের অভিযোগ ওঠে মালদহের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের খড়গ্রামে। প্রতিবাদে ভোট বন্ধ করে বুথের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা।

ডোমকলের সাদিয়ায় ভোটারদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। গ্রামের অধিকাংশ বাসিন্দাই ভোট দিতে যেতে পারেনি। যাঁরা ভোট দিয়েছেন, আতঙ্কে তাঁরাও দীর্ঘক্ষণ গ্রামে ফিরতে পারেননি।

লালগোলার উত্তর ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথের সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস এজেন্টরা। সংঘর্ষের জেরে ভাঙচুর করা হয় ব্লক তৃণমূল সভাপতির গাড়িও।

জঙ্গিপুরে অনুগামীদের নিয়ে বুথে ঢুকে বিধিভঙ্গের অভিযোগে জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। বুথগুলি থেকে তিনজন প্রিসাইডিং অফিসারকে সরানোর নির্দেশ দিয়েছে কমিশন।

ইটাহারে কাপাসিয়ায় তিনটি বুথ দখলের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোটারদের পাশপাশি মারধর করা হয় বাম এজেন্টদেরও।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।