ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিম বঙ্গের ভোটে অনিয়মের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
পশ্চিম বঙ্গের ভোটে অনিয়মের অভিযোগ

কলকাতা: বুধবার সকাল থেকে ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম পর্বে ৮৯টি আসনে ভোট চলছে। এরমধ্যে পশ্চিম বঙ্গের ৯টি আসন আছে।

পশ্চিম বঙ্গে এটি তৃতীয় পর্বের ভোট।

পশ্চিম বঙ্গের কেন্দ্রগুলি হচ্ছে- হাওরা, উলুবেড়িয়া, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, শ্রীরামপুর, আরামবাগ, হুগলি।

ভোট শুরুর আড়াই ঘণ্টার মধ্যে পশ্চিম বঙ্গের উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতা অঞ্চলের একটি বুথে ভোট প্রায় শেষ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা।

তারা একে নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রশাসনিক ব্যর্থতা বলে দাবি করছেন।

নির্বাচনি এজেন্টদের বুথে হাজির থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধীরা। তারা এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাবেন বলে জানা গেছে।

অপরদিকে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রামচন্দ্র ডোম নির্বাচন কমিশনের কাছে বোলপুরের ৮০ শতাংশ বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ভোট শুরুর পর থেকেই বিচ্ছিন্ন বুথ দখল এবং হিংসার অভিযোগ আসছিল কমিশনের দফতরে।

বিরোধী দলগুলি অভিযোগ করছিলো, কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ব্যবহার করা হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ৩০ এপ্রিল , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।