ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভোট দিলেন সোনিয়া, মোদী, যশোদাবেন

কলকাতা থেকে সুকুমার সরকার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
ভোট দিলেন সোনিয়া, মোদী, যশোদাবেন মোদী, সোনিয়া ও যেশোদাবেন

কলকাতা: তীব্র দাহদাহকে উপেক্ষা করে ভারতে চলছে লোকসভার সপ্তম দফা নির্বাচন। আর পশ্চিম বঙ্গে তৃতীয় দফা।



বুধবারের এ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হলেন দুই দলের সেরা দুই মুখ। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। সকালেই এ দুই হেভিওয়েট প্রার্থী ভোট দিলেন।

১৪ দিন ঘর-সংসার করে মোদী তার স্ত্রী যশোদাবেনকে ছেড়ে চলে গিয়েছিলেন। সেই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা যশোদাবেনও বুধবার ভোট দিলেন।

শুধু ভোট নয়, মোদী প্রধানমন্ত্রী হোন সেই কামনাও করলেন। মোদীর সাফল্য কামনা করে দীর্ঘদিন উপবাসও করেছেন তিনি।

তবে ভোটদানের হারে এগিয়ে রইলো বাঙালি অধ্যুষিত পশ্চিম বঙ্গ। দুপুর ১টার মধ্যে পশ্চিবঙ্গে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। আর কম ভোট পড়েছে কাশ্মীরে, মাত্র ১০ শতাংশ। এ সময়ের মধ্যে গুজরাট, উত্তরপ্রদেশ, অন্ধপ্রদেশ, তেলেঙ্গানাসহ অন্যান্য রাজ্যে ভোট পড়েছে ৩০ শতাংশের মতো।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে গুজরাটের ভদোদরা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোদী। অন্যদিকে, উত্তরপ্রদেশের আমেথি কেন্দ্রে প্রার্থী হয়েছেন সোনিয়া গান্ধী। এ দুই কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে চলছে ভোট। ভারতের ৭টি রাজ্যের ৮৯টি আসনে সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

ভোটের প্রাথমিক খবর:
তেলেঙ্গানা রাজ্যে সকাল সোয়া ১০টায় ভোট পড়েছে ২০ শতাংশ। পাঞ্জাবের ১৩টি লোকসভা আসনে ১৪ শতাংশ ভোটদান হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে ভোট পড়েছে ২০ শতাংশ।
 
এদিকে সকালে পদ্মফুল প্রতীক চিহ্ন নিয়ে বাসে ভোট দিতে যাওয়ায় মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছে কংগ্রেস। সকাল ৯টায় ভোট দিলেন নরেন্দ্র মোদী। আমেদাবাদের রানিপ পোলিং বুথের ভোটার মোদী। মোদীর সঙ্গে ভোট দিলেন তাঁর মা হীরাবেনও।

সকাল ৮টায় নরেন্দ্র মোদীর কেন্দ্র ভদোদরায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়েছে। অথচ এই কেন্দ্রে প্রায় প্রতিটি বুথে লম্বা লাইন।

সকাল থেকেই গুজরাটে যখন ভোটরাদের ঢল, তখন শ্রীনগরের বেশ কিছু বুথে ভোট বয়কটের কারণ পোলিং অফিসাররা অলস সময় কাটাচ্ছেন।

সপ্তম দফার ভোটে মোদী ও সোনিয়া গান্ধী ছাড়াও হেভিওয়েট প্রার্থীরা হলেন- কংগ্রেসের মধুসূদন মিস্ত্রি, ক্যাপ্টেন অমরিন্দর সিং, শ্রীপ্রকাশ জয়সওয়াল। বিজেপির এল কে আদবানি, রাজনাথ সিং, অরুণ জেটলি, মুরলী মনোহর জোশি, উমা ভারতী। জেডিইউ এর শরদ যাদব। ন্যাশনাল কনফারেন্স এর ফারুক আবদুল্লাহ।

বুধবার ভারতের ৮৯ আসনে মোট ৩০ হাজার ৫১৮টি বুথে ভোট দেবেন ২ কোটি ৮১ লক্ষ ভোটার। সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়।

এরমধ্যে পশ্চিম বঙ্গে ৯টি কেন্দ্র, গুজরাটে ২৬টি কেন্দ্রে, পাঞ্জাবে ১৩টি কেন্দ্রে, অন্ধ্র প্রদেশে ১৭টি কেন্দ্রে, উত্তরপ্রদেশে ১৪টি কেন্দ্র, বিহারে ৭টি কেন্দ্র, জম্মু ও কাশ্মীর, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউয়ে ১টি করে কেন্দ্রে ভোট ভোট চলছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।