ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফের আচরণবিধি ভাঙলেন মোদী!

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ৫, ২০১৪
ফের আচরণবিধি ভাঙলেন মোদী! নরেন্দ্র মোদী

আমেথির গৌরিগঞ্জ থেকে: ভারতের উত্তর প্রদেশের আমেথিতে শেষ দিনের নির্বাচনী প্রচারণায় ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী আবারও নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেন বলে অভিযোগ উঠেছে। এবার প্রায় ৫০ হাজার লোকের উপস্থিতিতে এ কাজ করলেন তিনি।



আমেথিতে তার সমাবেশ শেষ না হতেই কংগ্রেসের স্থানীয় নেতারা এ অভিযোগ করেন। অভিযোগটি নির্বাচন কমিশন পর্যন্ত গড়াতে পারে বলেও মনে করছেন স্থানীয়রা।

আগামী ৭ মে লোকসভা নির্বাচনের অষ্টম দফায় উত্তর প্রদেশের আমেথিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচন কমিশন আইন অনুযায়ী সোমবার বিকাল পাঁচটায় নির্বাচনী প্রচারণার শেষ সময়। কিন্তু এ আসনে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির পক্ষে ভোট চাইতে এসে বক্তৃতা দেওয়ার সময় সে নিয়ম ভঙ্গ করলেন মোদী। বক্তৃতার মাঝে কয়েকবার ঘড়ি দেখে নিলেও শেষমেষ বক্তৃতা শেষ করেন নিদির্ষ্ট সময়ের ৪৫ মিনিট পর। অর্থাৎ সন্ধ্যা তখন পৌনে ছয়টা।

এতে করে দ্বিতীয়বারের মত নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায় পড়ল মোদীর ঘাড়ে।

অপর দিকে, নির্বাচনী সভায় ঈশ্বর রামকে ডেকে বিরোধী নেতাদের সমালোচনা করায় মোদীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে ফয়জাবাদেও।

সোমবার ফয়জাবাদের জনসভায় নিজের দলের প্রার্থী লালু সিংকে পাশে নিয়ে মোদী বলেন, ‘আমি, ঈশ্বর রামের ভূমিতে দাঁড়িয়ে অঙ্গীকার করছি, আমি  সারাজীবন দুর্নীতির বিরুদ্ধে লড়বো...। ’

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রচারণায় ধর্মীয় অনভূতির ব্যবহার নিষিদ্ধ। মোদীর এই বক্তব্যেরও কপি চাইছে নির্বাচন কমিশন।

এর আগে, ভারতে লোকসভা নির্বাচনে সপ্তম পর্বে প্রধান বিরোধীদল বিজেপি’র এ নেতা আচরণবিধি লংঘন করেন বলে অভিযোগ আনে খোদ নির্বাচন কমিশন। সেবার তার বিরুদ্ধে এফআইআর-ও (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়।

গুজরাটে নিজ এলাকার কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে মোদী ভোটগ্রহণ চলাকালে দলীয় প্রতীক দেখিয়ে এবং রাজনৈতিক বক্তব্য দিয়ে বিধি লংঘন করেন বলে আভিযোগ আনে স্থানীয় পুলিশ।

গুজরাটে নিজের আসনে ভোট দেয়ার পর মোদী সাংবাদিক ও দলীয় কর্মীদের উদ্দেশ্য বক্তব্য দেন। পরে টুইটারে আঙ্গুলের কালির একটি সেলফিও পোস্ট করেন।

এদিকে সোমবার বিকেলে আমেথির গৌরিগঞ্জ উপজেলায় স্কুলের পাশের মাঠে আয়োজিত সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় মোদী বেশ কয়েককবার ঘড়ি দেখেন। সর্বশেষ পাঁচটা ১০ মিনিটে নিজের হাত ঘড়িটি উল্টে দেখেন মোদী। সময় দেখে শুভ্র সাদা পোশাকের মোদীর সোনালী ফ্রেমের চশমার ভেতরে খানিটা চিন্তা এলেও শেষ পর্যন্ত সেটাকে আমলে নেননি তিনি। বক্তৃতা চালিয়ে যান। চালিয়ে যান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও  সহসভাপতি রাহুল গান্ধীর সমালোচনা।

কংগ্রেসের কটাক্ষ উপেক্ষা করে তিনি বলেন, সোনিয়া জি, আপনার মুখে ঘি পড়ুক। আমার সমালোচনা করুন। কিন্তু বলতে দুঃখ নেই- আমি ভিক্ষা করি, দুর্নীতি করিনা। চা বিক্রি করি, মানুষকে ঠকাই না।

সর্বোপরি তিনি অল্পদিনে আমেথির উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য শেষ করেন।

কিন্তু বক্তব্য যখন শেষ হয় ততক্ষণে সময় অনেক গড়িয়ে গেছে। আবারও মোদীর নাম উঠে গেছে নির্বাচনী আচরণ ভঙ্গের খাতায়।

** আমেথি থেকেই ভারত গড়ার অঙ্গীকার মোদীর
** অন্যের ব্যর্থতায় ফিরবে বাম দলের কপাল!
** আমেথি থেকেই ভারত গড়ার অঙ্গীকার মোদীর 
** জামায়াতকে সমর্থন করেছেন মমতা
** পশ্চিমবঙ্গে তারকাপ্রার্থী নিয়ে অস্বস্তি
** ‘আর্থিক প্যাকেজে’ মোড়‍ানো বিজেপির জোটবার্তা

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মে ৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।