ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিনভর ভোটকেন্দ্রে ছুটে বেড়ালেন মুনমুন

বাঁকুড়া থেকে সুকুমার সরকার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ৭, ২০১৪
দিনভর ভোটকেন্দ্রে ছুটে বেড়ালেন মুনমুন বাঁকুড়ার একটি বুথে মুনমুন সেন

বাঁকুড়া: বৈশাখের খরতাপকে হার মানালেন পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী মুনমুন সেন। প্রখর দাবদাহ উপেক্ষা করে এই  প্রার্থী ঘুরলেন নিজ আসনের কয়েকটি কেন্দ্র।



প্রথমে গেলেন বাঁকুড়া জেলা শহরের উপকণ্ঠে গৈরা প্রাথমিক বিদ্যালয়ে৷ তারকা প্রার্থীকে সামনে পেয়ে ভোটের লাইন ছেড়ে উন্মাদনায় মাতলেন এলাকার আবাল-বৃদ্ধ-বনিতা৷

অভিনেত্রী হলেও মুনমুন সেন পাকা রাজনীতিবিদের মতো নির্বাচন কমিশনের নিয়মবিধি মাথায় রেখে ঢুকলেন ভোটগ্রহণ কেন্দ্রে৷ বেশ কিছু ভোটকর্মীর সঙ্গে স্বভাবসিদ্ধভাবে কথা বললেন৷ জনতার এ উচ্ছাস সামলাতে হিমশিম খেতে হল খোদ মুনমুনকেও৷ তাকে দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করেন ভোটগ্রহণ কেন্দ্রের চত্ত্বরে৷

মুনমুন গৈরা প্রাথমিক বিদ্যালয়ে যখন যান ঘড়ির কাটায় সকাল ৮টা৷ এক ঘণ্টা ভোটগ্রহণ হয়ে গিয়েছে৷ রুপোলি পর্দার ‘হিরোইন’কে হাতের নাগালে পেয়ে উন্মাদনায় ভেঙে পড়েন দলের পোলিং এজেণ্টসহ ভোটের লাইনে দাঁড়ানো ভোটাররাও৷

ফলে উচ্ছ্বাসের চাপে ভেঙে গেল নির্বাচন কমিশনের বিধির বাঁধ৷ সমস্ত বুথেই হুমড়ি খেয়ে পড়লেন শতাধিক মানুষ৷ গৈরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটের লাইনে দাঁড়ানো ভোটার লক্ষ্মণ মুখোপাধ্যায় বললেন, ছোট থেকে যার অন্ধ ভক্ত, তাকে এতো কাছে দেখতে পেয়ে অভিভূত হলাম৷

গৈরার পর তার গাড়ি ঢুকল পাশের বুথ পুরন্দরপুর, কাঞ্চনপুর৷ ভোটারদের উত্সাহে লাগাম টানতে না পারায় অবতীর্ণ হলেন দক্ষ রাজনীতিবিদ হয়ে৷ বাঁকুড়া শহরের সারদামণি কলেজের বুথে পরিদর্শনের সময় মুনমুন বললেন, আপনারা নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলুন৷ এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ৷

মুনমুন বলেন, যাতে কেউ দোষ দিতে না পারেন৷ যাদের কাছে ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকার অনুমতিপত্র আছে তারাই একমাত্র ঢুকবেন বুথে৷ এ বুথ পরিদর্শন শেষ করে বের হওয়ার সময় ঘড়ির কাঁটা দুপুর একটা৷ এ কেন্দ্র থেকে বের হয়ে তিনি সোজা ঢুকে পড়লেন পাশের কেন্দ্র প্রতাপবাগান এলাকার একটি ভোটগ্রহণ কেন্দ্রে৷

প্রখর তাপমাত্রার হাত থেকে বাঁচতে মাথায় এক টুকরো সাদা সুতির চাদর ঢেকে একের পর এক ভোটগ্রহণ কেন্দ্র ছুটে দিয়ে বেড়ান মুনমুন৷ বেলা একটায় বাঁকুড়া শহরের রামপুর, কালীতলা স্কুলে ভোট পরিদর্শন করেন মুনমুন৷ দুপুর দুটো নাগাদ সপ্তপর্ণা হোটেলের ১০৩ নম্বর রুমে কয়েক ঘণ্টা বিশ্রাম এবং দুপুরের খাওয়া-দাওয়া সেরে আবার নিজের গাড়িতে করে তিনি ভোট দেখতে বেরিয়ে পড়েন ইন্দপুর, হীড়বাঁধ, ছাতনা এলাকার উদ্দেশে৷

বুধবার দিনভর ভোট পরিদর্শন শেষে মুনমুন সেন সাংবাদিকদের বলেন, ছিলাম অভিনেত্রী। এবার আমার জীবনের প্রথমবার ভোটের অভিজ্ঞতা৷ কার জয় হবে, তা জানি না৷

পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বুধবার৷ গণতান্ত্রিক বোধের কাছে হার মেনেছে জাতপাতের ভেদ, ভোট প্রক্রিয়ায় অংশ না নেওয়ার মাওবাদীদের আবেদন৷ জঙ্গলমহল থেকে পাথরবলয় পর্যন্ত উত্সবের আনন্দে মাতে নানা সংস্কৃতির জনগোষ্ঠী৷

মুনমুন বুধবার সকালে প্রথমে মন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়ে ভোটকেন্দ্র ঘুরতে বের হন৷ তার পরনে ছিল নীল রঙের সুতির শাড়ি৷ বাঁকুড়ায় ভোট প্রদানের বেপরোয়া হারে দুপুর গড়াতেই হিসাব শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে৷ প্রায় ১৪ লাখ ভোটারের বাঁকুড়া লোকসভা কেন্দ্র ক্ষমতার লড়াইয়ে নানা কারণে গুরুত্বপূর্ণ৷

এর আগে বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে বিরূপ হাওয়ার পর লোকসভা নির্বাচন৷ তার ওপর বামপ্রার্থী নয় বারের সংসদ সদস্য বাসুদেব আচারিয়া৷ সন্ধ্যা ছয়টার পর ১ হাজার ৮৫৯টি ভোটগ্রহণ কেন্দ্রের ১ হাজার ৮১৪টি ইভিএম মেশিনে বন্দি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ১৪ জন প্রার্থীর ভাগ্য।

তৃণমূল প্রার্থী দেববর্মা ওরফে মুনমুন সেন বলেন, বাসুদেব আচারিয়াই প্রতিদ্বন্দ্বী তার৷

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।