ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকসভা নির্বাচনে ২৬ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মে ৮, ২০১৪
লোকসভা নির্বাচনে ২৬ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অভিযোগ

কলকাতা: পশ্চিমবঙ্গের ষোড়শ লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ১৭টি লোকসভা কেন্দ্রে ১৮৭ জন প্রার্থীর মধ্যে ২৬ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে বলে দাবি করেছে ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ।

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ এ দাবি করে।



এ সময় সংগঠনটির নেতারা বলেন, লোকসভা নির্বাচনে প্রার্থীদের ১৫ জনের বিরুদ্ধে অপহরণ, চুরি, নারী নির্যাতনসহ নানান গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া এমন ৫ জন প্রার্থী পশ্চিমবঙ্গের শেষ দফা নির্বাচনে লড়ছেন যাদের বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগও।

এই তালিকায় নাম রয়েছে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিনহা, বারাসাতের বিজেপি প্রার্থী পি সি সরকার, দমদমের কংগ্রেস প্রার্থী ধনঞ্জয় মিত্র প্রমুখ। এই প্রর্থীদের বিরুদ্ধে অভিযোগ নারী নির্যাতনের।  

এছাড়া অভিযোগের তালিকায় নাম রয়েছে কংগ্রেস সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরীর। তার বিরুদ্ধে একটি খুনের মামলা চলছে।

অভিযোগের তালিকা থেকে বাদ যায়নি তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। পঞ্চম দফার প্রার্থী হওয়া তৃণমূল কংগ্রেসের ১৭ জন প্রার্থী মধ্যে ৫ জন এবং সি পি এম–এর ১২ জন প্রার্থী মধ্যে চার জনের বিরুদ্ধে ফৌজদারি মামালা চলছে বলে জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি করা হয়েছে নির্বাচনকে শান্তিপূর্ণ করতে এবং গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করতে ফৌজদারি মামলা চলছে এমন কোনো ব্যক্তিকে নির্বাচনে অংশ গ্রহণ করার সুযোগ বাতিল করতে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মে ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।