ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা কলকাতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মে ৮, ২০১৪
ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা কলকাতায়

কলকাতা: কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী সাউথ পয়েন্ট স্কুলে বৃহস্পতিবার ক্লাস চলাকালীন প্রথম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। কলকাতার বেশিরভাগ স্কুলে প্রবল তাপপ্রবাহের কারণে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হলেও বেশ কিছু বেসরকারি বিদ্যালয়ে এখনও গরমের ছুটি পড়েনি।



কলকাতার অন্যতম অভিজাত বিদ্যালয়ে এই ধরনের ঘটনা গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য ফেলেছে। রাজ্যন সরকার নামের প্রথম শ্রেণীর ছাত্রটি ক্লাস চলাকালীন সংজ্ঞাহীন হয়ে পরে।

অভিযোগ প্রায় এক এক ঘণ্টা সংজ্ঞাহীন হয়ে থাকলেও বিদ্যালয়ের তরফে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আরও অভিযোগ এই সময় ছাত্রটির বাড়িতেও কোন যোগাযোগ করেনি স্কুল কর্তৃপক্ষ।

এরপর তাকে কাছের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা বিদ্যালয়ে গেটে জমা হন। তারা বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানাতে থাকেন।

বিদ্যালয়ে তরফে সাংবাদিকদের প্রকাশ্যে কিছু বলতে অস্বীকার করা হয়েছে। বিশেষ সূত্র মারফত জানা গেছে, তারা মনে করছেন ছাত্রটির আরও কোন শারীরিক সমস্যা ছিল যা অভিভাবকদের তরফে বিদ্যালয়কে জানান হয় নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ছাত্রটির পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ০৮ , ২০১৪   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।