ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে কেজরিওয়াল

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মে ৯, ২০১৪
অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে কেজরিওয়াল সংগৃহীত

বানারসি থেকে: আর মাত্র তিনদিন। এরপরই শেষ হবে ভারতের ১৬তম নির্বাচনের ১২দফা এবং শেষ পর্বের নির্বাচন।



এ পর্বে সব দল যখন সরকার গঠনের হিসাবে মগ্ন, দিল্লি ছেড়ে আসা আমআদমি নেতা কেজরিওয়াল তখন বানারসিতে লড়ছেন অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে। সর্বশক্তি নিয়ে এখানে প্রচারে নেমেছেন তিনি।

প্রচারের জৌলুস না থাকলেও আছে কর্মীদের ব্যাপক উপস্থিতি আর পরিশ্রমী মনোভাব। বয়সে তরুণ আম আদমি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটের আর্জি জানাচ্ছেন। রাস্তায় দাঁড়িয়ে পথিককে পরাচ্ছেন ঝাঁড়ু প্রতীকযুক্ত কেজরিওয়াল টুপি।

এদিকে, রোডশো এবং সমাবেশগুলোতে বিজেপির সঙ্গে পাল্টা বাগযুদ্ধও চলছে সমান তালে। কেজরিওয়াল তো এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে প্রকাশ্য তর্ক করার চ্যালেঞ্জও দিয়েছেন।

স্থানীয়রা বলছেন, কেজরিওয়ালের জন্য বানারসিতে জয়ী হওয়া অস্তিত্বের লড়াই। মোদী কোনোভাবেই কেজরিওয়ালের কাছে হারতে চাইবেন না। সে প্রস্তুতিও আছে বিজেপির। আবার কেজরিওয়াল এ আসনে হেরে গেলে তার দল অন্য রকম চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ, তিনি মোদীকে হারানোর চ্যালেঞ্জ করেই এ আসনের প্রার্থী হয়েছেন।

তিনি যদি হেরে যান, ভারতজুড়ে তার হঠাৎ পাওয়া জনপ্রিয়তায় ধস নামবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের অন্য কোনো আসনেই আম আদমি প্রার্থীরা খুব সুবিধাজনক অবস্থায় নেই। তাই, এ আসনটিতেও যদি কেজরিওয়াল না জেতে, আম আদমির রাজনীতি কঠিন হয়ে যাবে। সুতরাং এ আসনের প্রতি সর্বশক্তি প্রয়োগ ছাড়া কিছুই করার নেই দলটির।

বারানসি কেন্দ্রে মোদী, কেজরিওয়াল ছাড়াও রয়েছেন কংগ্রেসের প্রার্থী বারানসির সন্তান অজয় রায়, সমাজবাদী পার্টির কৈলাস চৌরাশিয়া, বহুজন পার্টির বিজয় প্রকাশ জয়সওয়াল এবং তৃণমূল কংগ্রেসের ইন্দিরা তেওয়ারিসহ মোট ৪৩ জন প্রার্থী।

বানারসি যুদ্ধে জিততে কেজরিওয়ালের প্রচারণা চলছে বেশ দাপটেই। সাদা-কালো ব্যানারের সে প্রচারণা মাত্র কয়েকদিনের নয়। চলছে প্রায় চার মাস ধরে।

বলে রাখা ভালো, অন্য রাজনৈতিক দলগুলোর মতো অর্থ নেই বলেই সাদাকালো পোস্টার দিয়েই প্রচারণা চালাচ্ছে আম আদমি পার্টি।

বানারসি আসনে কেজরিওয়ালের প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই কার্যালয় তৈরি করে আম আদমি পার্টির শক্তিশালী এক প্রচার কমিটি বেনারসিতে অবস্থান নিয়েছে। আর মা-বাবাসহ পুরো পরিবার নিয়ে কেজরিওয়াল নিজে ৩৫ দিন ধরে এখানে অবস্থান করছেন।

শেষ মুহূর্তে সে সংখ্যা আরো বেড়েছে। দলটির প্রধান নেতারাও হাজির হয়েছেন এখানে। কেজরিওয়ালও বেশ কয়েকবার বানারসি ঘুরে গেছেন। তবে তাকে প্রতিপক্ষের ছোড়া কালির মুখে পড়তে হয়েছে। তবু দমে যাননি এই আম আদমি নেতা। তার প্রচারণা দলে তরুণদের আধিক্য লক্ষ করার মতো।

দলীয় কার্যালয়ে বসেই শুধু নয়, রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঝাড়ু সংযুক্ত টুপি, পোস্টার বিলি করে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে নজর কাড়ছেন তারা। এলাকার বিশ্ববিদ্যালয়, কলেজের তরুণ এমনকি মোড়ে মোড়ে মানুষকে ধরে বোঝাতে চাইছেন আদমির লক্ষ্য। দুর্নীতি বিরোধী এ দলে শ্রমজীবী মানুষকে টানতেও তারা কম করছেন না। আম আদমি ট্রাক সমিতি, রিকশা সমিতিসহ নানা সমিতি গঠন করে স্থানীয়দের মাধ্যমে মানুষকে দলে টানছেন তারা। তারা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকা ভারতকে বাঁচানোর প্রত্যয়ে স্বেচ্ছায় দলটিতে নাম লিখিয়েছেন বলে জানান অনেকেই।

আমেথিতে রাহুলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আম আদমির তরুণ নেতা কুমার বিশ্বাসও বানারসিতে ব্যস্ত সময় পার করছেন। দলের হয়ে মোড়ে মোড়ে সভায় অংশ নিচ্ছেন তিনি।

বুধবার কেজরিওয়ালও নির্বাচনী প্রচারে বানারসি আসেন। তিনি বেনারসের মাঠে খোলা তর্কের জন্য মোদীকে আহ্বান করেছেন। বলেছেন- আসুন একসাথে বসি। মানুষের নানা প্রশ্নের উত্তর দিই। কার অবস্থান কী, সেটা তখনই প্রমাণ হবে।

কেজরিওয়ালের বানারসি যুদ্ধের প্রধান প্রতিপক্ষ বিজেপির প্রচারণাও কম নয়। বলতে গেলে, কেজরিওয়ালের তুলনায় তা বেশ আয়েশিও বটে। বানারসি শহরের মধ্যে বিরাট এক ভবনের তিনটি ফ্লোরে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে ভারতীয় জনতা পার্টি- বিজেপি। সেখানে প্রতি রুমে রুমে চলছে প্রচারণার কাজ। একটি কক্ষে ১৫ থেকে ২০ জন মিলে বিজেপির মিডিয়া সেলের দায়িত্ব পালন করছেন।

উল্টো পাশের রুমে কাজ করছে বিজেপির কল সেন্টারে দায়িত্বরতরা। আছে আইটি বিভাগ। এছাড়া দিল্লিসহ অন্যান্য শহরের নেতারাও ভিড় করেছেন এখানে।

রামের ছবিকে মাঝখানে রেখে প্রতিটি কক্ষের বিজেপি কর্মীরা ভীষণ ব্যস্ত সময় পার করছেন।

রাস্তাজুড়েও ঝাড়ু প্রতীকযুক্ত আম আদমির সাদাকালো পোস্টারকে ম্লান করে দিচ্ছে গেরুয়া কাপড়ে বিজেপির প্রতীক কিংবা মোদীর ছবিযুক্ত রঙিন পোস্টার, টুপি আর পতাকায়। বড় বড় গাড়িতে চলছে বিজেপির প্রচারণা। স্থানীয়রা বলছেন, মোদী কিংবা কেজরিওয়ালের জন্য আসনটি খুবই গুরুত্বপূর্ণ।
ফলে, লড়াইটা জমে উঠবে বেশ।

প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফায় উত্তরপ্রদেশসহ তিনটি প্রদেশের মোট ৪১টি রাজ্যে নির্বাচন হবে। এগুলোর মধ্যে বানারসি গুরুত্বপূর্ণ একটি আসন। বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী মোদী ও আম আদমি পার্টির নেতা কেজরিওয়াল লড়ছেন এ আসন থেকেই।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।