ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাহিনীসহ পথে নামলেন বিশেষ পর্যবেক্ষক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মে ১২, ২০১৪
কলকাতায় বাহিনীসহ পথে নামলেন বিশেষ পর্যবেক্ষক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বামফ্রন্টের অভিযোগের পর নড়েচড়ে বসলো নির্বাচন কমিশন। রাজ্যে লাগামছাড়া সন্ত্রাস হচ্ছে এই অভিযোগ নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশের দ্বারস্থ হলেন বাম প্রতিনিধি দল।



তারা সুধীর কুমার রাকেশের সঙ্গে কলকাতায় সার্কিট হাউজে গিয়ে দেখা করেন। বাম প্রতিনিধি দলে ছিলেন সিপিএম-এর রাজ্য সভার সংসদ সদস্য ছাত্রনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম নেতা রবীন দেব।

তারা প্রায় ৪০ মিনিট সুধীর কুমার রাকেশের সঙ্গে বৈঠক করেন। এর পরেই চাঞ্চল্য শুরু হয় সুধীর কুমার রাকেশের দপ্তরের সামনে। একে একে হাজির হয় কলকাতা পুলিশ, রাপিড অ্যাকশন ফোর্স এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা।

এর পরেই সবমিলিয়ে প্রায় ৪০০ জাওয়ান সমেত উত্তর কলকাতার বিভিন্ন বুথে তিনি হাজির হন। যেসব বুথে গণ্ডগোলের খবর আসছিল সেই সব বুথে বিশাল বাহিনী সমেত হাজির হন বিশেষ পর্যবেক্ষক।  

তিনি সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন। এবং তাদের সমস্যা শোনেন। সুধীর কুমার রাকেশ বুথের অফিসারদের সঙ্গে কথা বলেন, তাদের নির্দেশ দেন। এর পর তিনি কথা বলেন উপস্থিত পুলিশের আধিকারিকদের সঙ্গে।

রাকেশ জানান, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছে কমিশন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।