ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত জিতেছে, বললেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মে ১৬, ২০১৪
ভারত জিতেছে, বললেন মোদী

ঢাকা: মোদী ঢেউয়ে ভাসছে পুরো ভারত। এই মুহূর্তে খোদ মোদী কী ভাবছেন! উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারেননি তিনিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আবেগী মোদী বলেছেন, ‘ইন্ডিয়া হ্যাজ ওন’ (ভারত জিতেছে)।

দুপুর ১২টার দিকে নিজের অ্যাকাউন্টে তিনটি ভাষায় মোদী লেখেন, India has won! भारत की विजय। अच्छे दिन आने वाले हैं।

বেসরকারি ফলাফলে দেখা গেছে, ভারতের জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনের দু’টি আসনেই জয়লাভ করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

গুজরাটের ভাদোদরা আসনে কংগেস প্রার্থী মধুসূদন মিস্ট্রিকে চার লাখেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি। অপরদিকে উত্তর প্রদেশের বারানসি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন ৫০ হাজারেরও বেশি ব্যবধানে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৪৩টি আসনের মধ্যে সবগুলোরই খসড়া ফলাফল ঘোষণা করা হয়।

এতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৩৯ আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিপরীতে মাত্র ৫৯ আসন পেয়ে ভরাডুবি হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ’র। অবশিষ্ট সব দলের প্রার্থীরা মিলে পেয়েছে ১৪৫টি আসন।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।