ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২১ মে প্রধানমন্ত্রীর পদে শপথ মোদীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মে ১৬, ২০১৪
২১ মে প্রধানমন্ত্রীর পদে শপথ মোদীর

নয়াদিল্লি থেকে: ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ভোটগণনায় নিরঙ্কুশ বিজয় লাভ করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

শুক্রবার বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিজেপি জাতীয় কংগ্রেসকে বিপুল ভোটে পেছনে ফেলে দেয়।

এরপরই স্পষ্ট হয়ে যায় যে, পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা নরেন্দ্র মোদী।

এদিকে, এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২১ মে নরেন্দ্র মোদী ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

বিজেপির ৩৪ বছরের রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম দলটি সবচেয়ে ভালো ফলাফল করেছে। শুক্রবার দুপুর সোয়া দুইটা পর্যন্ত ভোটগণনাকালে বিজেপি পেয়েছে ২৮৬টি আসন। ৫৪৩ আসনের লোকসভায় ২৭২টি আসন পেলে এককভাবে কোনো দল সরকার গঠন করতে পারে। সে হিসাবে বিজেপি একাই এখন সরকার গঠন করতে সক্ষম; যদিও বিজেপি এনডিএ () জোটের নেতৃত্ব দিয়ে থাকে। এনডিএ জোট পেয়েছে ৩৩৯টি আসন।

এদিকে, মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটার বার্তায় মোদী বলেছেন, ‘ভারত জিতেছে, শুভদিন আসছে। ’

অপরদিকে, ১৯৯৮ ও ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে বিজেপি এককভাবে পেয়েছিল ১৮২টি আসন। এ সময় নরেন্দ্র মোদী বারানসিতে ৮৩, ৯৬৩ ভোট ও ভাদোরাতে ৫ লাখ ৫৯ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।