ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কড়া নিরাপত্তায় ভোট গণনা হবে শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মে ১৫, ২০১৪
কড়া নিরাপত্তায় ভোট গণনা হবে শুক্রবার

কলকাতা: শুক্রবার ভারতীয় সময় সকাল ৮টা থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের ভোট গণনা। মোট ৯৮৯টি গণনা কেন্দ্রে ৫৪৩টি আসনের ভোট গণনা করা হবে।

আশা করা হচ্ছে, ভারতীয় সময় বেলা ১১টার পর থেকেই ফলাফল প্রবণতার ধারণা পাওয়া যাবে। বিকেল ৪/৫টার মধ্যে অধিকাংশ আসনেরই ফলাফল প্রকাশিত হয়ে যাবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

যদিও সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে, তবে ভোর ৫টা থেকে এই গণনার প্রস্তুতি শুরু হবে। ভোর ৫টার সময় জেলা নির্বাচনী আধিকারিক এবং পরিদর্শকসহ গণনার সঙ্গে যুক্ত সব আধিকারিকদের গণনা কেন্দ্রে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিটি গণনা কেন্দ্রকে ঘিরে থাকবে নিরাপত্তা সশস্ত্র রক্ষী। গণনা কক্ষের ভেতরে সাদা পোশাকে থাকবে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। গণনা কক্ষের বাইরে থাকবে আধাসামরিক বাহিনী ও রাজ্য পুলিশের নিরাপত্তা।

গণনা কেন্দ্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের জন্য কড়া নির্দেশ জারি করেছে কমিশন। জানানো হয়েছে- মোবাইল ফোন, যেকোনো ইলেকট্রনিক্স, পানির বোতল, কাগজ কাটার ব্লেড বা ছুরি এই ধরনের কোন জিনিস নিয়ে নির্বাচন গণনা কক্ষের মধ্যে তারা প্রবেশ করতে পারবেন না।

প্রার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে, কোন ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা। একমাত্র বিশেষ অনুমতি প্রাপ্তরাই দেহরক্ষীদের গণনা কেন্দ্রের ভেতরে আনতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।