ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাড়িতে বসে টিভি দেখছেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মে ১৬, ২০১৪
বাড়িতে বসে টিভি দেখছেন মোদী

ভারতের ৫৪৩টি আসনের ভোট গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর দল বিজেপি ভারতের মসনদে বসতে যাচ্ছে এটা নিশ্চিত।

আর নরেন্দ্র মোদী হচ্ছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। যে মানুষটি ভারত তো বটেই পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু, তিনি এখন কি করছেন?

এনডিটি এক খবরে বলছে, নরেন্দ্র মোদী এখন তার গুজরাটে গান্ধিনগরের বাসায় বসে টেলিভিশনে নির্বাচনের ফলাফল দেখছেন।

খবরে বলা হয়, যদি বিজেপি ও তার জোট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ২৭২টি আসন পেয়ে যায় তাহলেই স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ বাইরে বের হবেন ৬৩ বছর বয়ষ্ক মোদী।

খবরে জানা যায়, জয়ের ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘর থেকে বের হবেন না মোদী। বিজয় নিশ্চিত হলে প্রথমে তিনি আশীর্বাদ নিতে তার মায়ের বাড়িতে যাবেন।

এরপর ভোদোদারায় একটি বিজয় ৠালি অংশ নেওয়ার কথা রয়েছে তার।


** ফলাফলের আগেই পরাজয় স্বীকার কংগ্রেসের!

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।