ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিষেধাজ্ঞা ভেঙ্গে মিছিলের প্রস্তুতি বারাণসিতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মে ১৬, ২০১৪
নিষেধাজ্ঞা ভেঙ্গে মিছিলের প্রস্তুতি বারাণসিতে

ঢাকা: নিষেধাজ্ঞা আছে নির্বাচন কমিশনের। তবুও বারাণসিতে বিজয় মিছিলের প্রস্তুতি নিয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাকর্মীরা।



১৬তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরুর আগে বৃহস্পতিবার রাত থেকেই বিজয় উদযাপনের সব প্রস্তুতি নিয়েছেন মোদী সমর্থকরা। শহরের গুরুত্বপূর্ণ ৬ স্থানে বসানো হয়েছে বিশাল আকৃতির এলইডি স্ক্রিন। শেষ পর্যন্ত তারা নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা মানবেন না বলেই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে।

যদিও উমেশ সিনহা নামে ইলেকশন কমিশনের এক কর্মকর্তা বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার জন্যই বিজয় মিছিলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আশা করি, সংশ্লিষ্ট সব পক্ষ এ নিষেধাজ্ঞা মানবেন।
 
কিন্তু ভোট গণনা শেষ হওয়ার আগেই বিজেপির জয়ের বিষয়টি নিশ্চিত হয়ে ‍যাওয়ায় বারাণসিতে এখন বিজয় উৎসবেরই অপেক্ষায় আছে মোদী সমর্থকরা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।