ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে তৃণমূল ১০, বামফ্রন্ট ৭ , কংগ্রেস ৩

ভাস্কর সরদার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, মে ১৬, ২০১৪
পশ্চিমবঙ্গে তৃণমূল ১০,  বামফ্রন্ট ৭ , কংগ্রেস ৩

কলকাতা: পশ্চিমবঙ্গে তিন স্তর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট গণনা চলছে। যদিও গণনা শুরুর সঙ্গে সঙ্গে আসতে শুরু করেছে অভিযোগ।

কলকাতার বিভিন্ন গণনা কেন্দ্রে অপ্রতুল ব্যবস্থা নিয়ে সরাসরি অভিযোগ করেছেন বিভিন্ন দলের প্রতিনিধিরা।

অনেক জায়গাতেই গণনা শুরু হলেও গণনার ভিডিও ছবি তোলার দায়িত্বে থাকা চিত্রগ্রাহকরা এসে পৌছান নি বলে অভিযোগ রয়েছে।

যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী জানান, রাজনৈতিক দলের এজেন্টদের বসার জায়গা অপ্রতুল। নিয়ম মেনে জাতীয় দলের এজেন্টদের সামনের সারিতে বসতে দেওয়া হচ্ছে না।

এনিয়ে তিনি জেলা প্রশাসককে তার অভিযোগের কথা জানিয়েছেন।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, পশ্চিমবঙ্গে তৃণমূল ১০,  বামফ্রন্ট ৭ , কংগ্রেস পেয়েছে ৩টি। এছাড়া বিজেপি এগিয়ে আছে দুটি আসনে।

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের মধ্যে বর্ধমান পূর্ব, তমলুক, উলুবেড়িয়া, দক্ষিণ কলকাতা, কাঁথি, ব্যারাকপুর, বোলপুর এবং ঝাড়গ্রাম আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।

বহরমপুর কেন্দ্রে এগিয়ে আছেন কংগ্রেসের অধীর চৌধুরী ও রায়গঞ্জে সিপিএম এর মহ. সেলিম। এছাড়া আরও দুটি কেন্দ্রে কংগ্রেস ও ছয়টি কেন্দ্রে এগিয়ে আছে বামফ্রন্ট।

আসানসোলে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।