ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর ঢেউ পশ্চিমবঙ্গেও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মে ১৬, ২০১৪
মোদীর ঢেউ পশ্চিমবঙ্গেও

ঢাকা: ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে মোদীর ভারতীয় জনতা পার্টির (বিজিপি) প্রভাব পশ্চিমবঙ্গেও পড়েছে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কলকাতা, দার্জিলিং এবং আসানশোলে এগিয়ে রয়েছে বিজেপি।

এ ছাড়া তৃণমূল কংগ্রেস ছয়টি আসনে এগিয়ে রয়েছে।

১৬তম লোকসভা নির্বাচনের ভোটগণনায় শুক্রবার সকাল ১০টা পর্যন্ত দলভিত্তিক পর্যালোচনায় জানা যায়, আম আদমি পার্টি পাঞ্জাবে ৪টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে ১৫৬টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে ৫৪টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১৫টি আসনে এবং এডিএমকে এগিয়ে রয়েছে ১৮টি আসনে।

১৬তম লোকসভা নির্বাচন নয়টি ধাপে ভোটগ্রহণ হয়। ৭ এপ্রিল প্রথম ধাপে ছয়টি আসনে ভোটগ্রহণ হয়। ৯ এপ্রিল দ্বিতীয় ধাপে ছয়টি আসনে, ১১ এপ্রিল ৯১টি আসনে, ১২ এপ্রিল ৭ আসনে, ১৭ এপ্রিল ১২১ আসনে, ২৪ এপ্রিল ১১৭ আসনে, ৩০ এপ্রিল ৮৯ আসনে, ৭ মে ৬৪ আসনে এবং ১২ মে ৪১টি আসনে ভোটগ্রহণ করা হয়। আর ১৬ মে ভোট গণনা এবং বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন।

ভারতে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫১ সালে, দ্বিতীয় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫৭ সালে, তৃতীয় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৬২ সালে, ৪র্থ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৬৭ সালে, ৫ম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭১ সালে, ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে, সপ্তম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮০ সালে, অষ্টম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে, নবম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৯ সালে, দশম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯১ সালে, একাদশ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৬ সালে, দ্বাদশতম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালে, ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালে, চতুর্দশ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৪ সালে, পঞ্চদশ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৯ সালে এবং পঞ্চদশ নির্বাচন অনুষ্ঠিত হলো ২০১৪ সালে।

৫৪৩টি লোকসভার আসনে রাজ্য অনুযায়ী আসন হচ্ছে- অন্ধ্রপ্রদেশে ২, অরুণাচলে ২, আসামে ১৪, বিহারে ৪০, গোয়া ২, গুজরাট ২৬, হরিয়ানা ১০, হিমাচল প্রদেশে ৪, জম্মু-কাশ্মীরে ৬, কর্ণাটকে ২৮, কেরালা ২০, মধ্যপ্রদেশে ২৯, মহারাষ্ট্রে ৪৮, মনিপুরে ২, মেঘালয়ে ২, মিজোরামে ১, নাগাল্যান্ডে ১, উড়িষ্যায় ২১, পাঞ্জাবে ১৩, রাজস্থানে ২৫, সিকিমে ১, তামিলনাড়ুতে ৩৯, ত্রিপুরায় ২, উত্তর প্রদেশে ৮০, পশ্চিমবঙ্গে ৪২, ছত্তিশগড়ে ১১, ঝাড়খণ্ডে ১৪, উত্তরাচলে ৫টি আসন রয়েছে।

এ ছাড়া ইউনিয়ন টেরিটরিজে রয়েছে আরো ১৩টি আসন। এগুলোর মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ১টি, চণ্ডীগড়ে ১টি, দাদরানগর হাভেলিতে ১টি, দমন দিউয়ে ১টি, ন্যাশনাল ক্যাপিটাল টেরটরি অব দিল্লিতে ৭টি, লাক্ষ্যাদ্বীপে ১টি এবং পন্ডিচেরিতে ১টি আসন রয়েছে।
  
প্রায় ১২৭ কোটি জনসংখ্যার দেশে ৮১ কোটি ৪৫ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন প্রায় ৫৫ কোটি।

ভারতের নির্বাচন কমিশন জানায়, সারা দেশে মোট ৯৮৯টি সেন্টারে এবারের ভোট গণনা করা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের প্রায় ১০ লাখ কর্মকর্তা ভোট গণনা করছেন।

ভোট গণনা পর্যবেক্ষণে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত আছেন। কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ছয়টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করবে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।