ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লির সড়ক যেন বিজেপির উৎসব ময়দান

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মে ১৬, ২০১৪
দিল্লির সড়ক যেন বিজেপির উৎসব ময়দান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়াদিল্লি: সবকিছু প্রস্তুই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিকভাবে ফল গণনা।

শুক্রবার সকাল থেকে সেটা যখন বিজেপির পক্ষেই যাচ্ছিল তখন উৎসবের আর বাকি কেন? ফল গণনা শুরুর পর থেকেই তাই ফলাফল উদযাপন শুর করে ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকরা।

অশোক রোডের কার্যালয় সংলগ্ন রাস্তাটি তাদের জন্যই বরাদ্দ করে দেওয়া হয়। বন্ধ করা হয় যান চলাচল। সড়ক পরিণত হয় উৎসবের মাঠে।

বড় স্ক্রিনে সকাল থেকেই ফল প্রকাশ দেখছিলো নেতাকর্মীরা।

সকাল ১০টা বাজতেই সে আসর বড় উ‍ৎসবে পরিণত হয়। পাঞ্জাবি, গুজরাটিসহ নানা সংস্কৃতির বাদ্যযন্ত্র পরিবেশ মুখরিত করে তোলে। উৎসাহী নেতা-কর্মীরা নাচও শুরু করে সে বাজনার তালে তালে।

রাস্তার পাশে চলছে মোদীর জন্য প্রার্থনা। একজনকে দেখা গেল দুহাতের তালুতে প্রদীপ জেলে ঠায় দাঁড়িয়ে আছেন।

বাংলানিউজকে তিনি জানান, মোদী প্রধানমন্ত্রী হওয়ার খবর পাকা না হওয়া পর্যন্ত তিনি দু’হাতে এভাবেই প্রদীপ ধরে রাখবেন।

পটকা আশতবাজিতে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে বিজেপি কার্যালয়ের সামনে। সেসব দৃশ্য ধারণে ব্যস্ত সময় পার করছে দেশি-বিদেশি সংবাদ কর্মীরা। কার্যালয়ের ভেতরেও চলছে দারুণ উৎসব।

বৃহস্পতিবারই তৈরি করা হয় বিরাট বিরাট প্যান্ডেল। সেখানে বড় স্ক্রিন চলছে মোদী ও বিজেপির নির্বাচনী প্রচারণার দৃশ্য। চলছে ‘আচ্ছে দিন আনেআলে হে’ গান। বড় পোস্টারে ভারতবাসীকে ধন্যবাদ দিয়ে মোদীর ছবি। ২৭২+ আসন বিজেপিকে দেওয়ায় বিরাট ছবিতে এ ধন্যবাদ দিচ্ছেন নরেন্দ্র মোদী। চলছে খাওয়া-দাওয়া পর্ব। যে কার্যালয়ে ঢুকছে তাকেই লাড্ডু খাওয়াতে ব্যস্ত কর্মীরা।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।