ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর মা ও সাবেক স্ত্রীর নিরাপত্তায় এসপিজি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মে ১৬, ২০১৪
মোদীর মা ও সাবেক স্ত্রীর নিরাপত্তায় এসপিজি

ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিরাপত্তা দিবে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি)। ইতোমধ্যে ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দিল্লি থেকে বাহিনীর একটি টিম আহমেদাবাদে রওনা হয়েছে বলে ভারতের একটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে।



এছাড়া মোদীর মা হিরাবেন ও তার সাবেক স্ত্রী জশোদাবেনকেও নিরাপত্তা দিবে এসপিজি।

এদিকে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছে বিজেপি। ৫৪৩ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৩৩৩টি, কংগ্রেস ৬৬টি ও অন্যান্য দল ১৪৪টি আসন লাভ করে।

গত ৭ এপ্রিল খেকে শুরু হয় ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনের ভোট গ্রহণ। ভোট নেওয়া হয় ভারতের ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৩টি আসনের। ভোটগ্রহণ করা হয় নয় লাখ ৩০ হাজার ভোটকেন্দ্রে। নয় দফার এই ভোটগ্রহণ পর্ব শেষ হয় ১২ মে। আজ এই নির্বাচনের ফল গণনা শুরু হয়েছে গোটা দেশের ৯৮৯টি গণনা কেন্দ্রে। এই গণনায় ভাগ্য নির্ধারিত হবেআট হাজার প্রার্থীর। ভারতের ইতিহাসে এবারই রেকর্ড সংখ্যক ৬৬ দশমিক ৪ শতাংশ ভোট পড়ে। ভোটার ছিল ৮০ কোটি ১৪ লাখ। ভোট দেন ৫৫ কোটি ১০ লাখ ভোটার।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।