ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীকে অভিনন্দন আম আদমির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১৪
মোদীকে অভিনন্দন আম আদমির

ঢাকা: ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে থাকা ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছে আম আদমি পার্টি-এএপি।

শুক্রবার দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল বারানসী আসনে নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াইয়ে ৫০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর দলটির এক শীর্ষ নেতা মোদীকে অভিনন্দন জানান।



এএপির নেতা যুগেন্দ্র যাদব সাংবাদিকদের বলেন, “ভারতের জনগণ তার (নরেন্দ্র মোদী) প্রতি তাদের আস্থা রেখেছেন। ”

এ সময় তিনি আরো বলেন, এটা আম আদমির প্রথম লোকসভা নির্বাচন। সারাদেশে আমরা এক কোটির বেশি ভোট পেয়েছি, এটি আমাদের অস্তিত্বকে জানান দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ১৬ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।