ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বারাণসীতে লাড্ডুর ছড়াছড়ি

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ১৬, ২০১৪
বারাণসীতে লাড্ডুর ছড়াছড়ি

ঢাকা: প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করতে প্রস্তুত নরেন্দ্র দামোদরদাস মোদী৷ হিন্দুদের অন্যতম তীর্থস্থান উত্তর প্রদেশের বারাণসী আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে।

প্রথম রাউন্ড শেষে ব্যাপক ভোটে এগিয়ে যাওয়ার ট্রেন্ড দেখেই রাস্তায় নেমে পড়েন বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা৷ ভারতসহ বিশ্বজুড়ে এই মুহূর্তের সব থেকে আকর্ষণীয় চরিত্র বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী।



গুজরাটের বাসিন্দা হয়েও দেশের ভাবী প্রধানমন্ত্রী বারাণসীতে এসে ভোটে দাঁড়িয়েছেন তাতে দারুণ উচ্ছসিত তীর্থস্থানের বাসিন্দা। তাই তার জয়ের লক্ষণ দেখে কিছুতেই উচ্ছ্বাস চেপে রাখতে পারছিলেন না বারাণসীর কর্মীরা৷

শুক্রবার ভোট গণনা শুরুর পর পরই কর্মী-সমর্থকরা কাড়া-নাকাড়া, ঢোল নিয়ে বিরাট একটা মিছিল করে ‘নগর পরিক্রমা'য় বের হন৷

কিন্তু শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সঙ্গে সঙ্গে পুলিশ ও  কেন্দ্রীয়বাহিনী মিলে কর্মীদের ঘিরে ধরে ঘরমুখো করে দেয়৷ তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দমাতে পারেনি লাড্ডু, ফুল, আবিরের ছড়াছড়ি থেকে৷

গোটা বারাণসী জুড়ে ১৪৪ ধারা জারি৷ হয়তো সন্ধ্যায় বিজয়োল্লাসে ফেটে পড়বে দশাশ্বমেধ ঘাট৷ বারাণসীতে ভোট গণনা হয় সিআরপিএফের ৯৫ নম্বর ব্যাটেলিয়ন ক্যাম্প লালবাহাদুর শাস্ত্রী নবীন মান্ডিস্থলে৷ শহরের জায়গায় জায়গায় পুলিশ চৌকি৷

দেশের নজরে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বারাণসীতে নিরাপত্তার কড়াকড়ি৷ ইতোমধ্যে মোদী-তর্পণ শুরু করে দিয়েছেন কর্মকর্তারা৷ উচ্ছ্বাস প্রকাশ করতে না পেরে অনেকে কর্মীই গিয়ে পৌঁছেছেন সিগরিতে, বিজেপির সদর কার্যালয়ে৷

টিভির পর্দায় চোখ রাখার পাশাপাশি এন্তার বিলি-বণ্টন  চলছে লাড্ডু আর আবির৷ ভিড় উপচে পড়েছে রাস্তায়৷ কর্মীদের নিজেদের মধ্যেই ফুল ছোড়াছুড়ি চলছে৷ কর্মকর্তাদের আত্মবিশ্বাস, সবে তো শুরু৷

অপরদিকে গুজরাটের ভাদোদরা আসনে নরেন্দ্র দামোদরদাস মোদী কংগ্রেস প্রার্থী মধুসূদন মিস্ট্রিকে চার লাখেরও বেশি ভোটে হারিয়েছেন ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।