ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুশাসন প্রতিষ্ঠাই বিজেপির লক্ষ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ১৬, ২০১৪
সুশাসন প্রতিষ্ঠাই বিজেপির লক্ষ্য

ঢাকা: সুশাসন প্রতিষ্ঠাই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লক্ষ্য বলে জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট রাজনাথ সিং।

শুক্রবার দুপুরে নয়াদিল্লির ১১ অশোক রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

১৬তম জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজেপি।

নির্বাচনে জয়লাভ পরবর্তী প্রতিক্রিয়ায় বিজেপি প্রেসিডেন্ট বলেন, বিজেপির জন্য এটি গর্বের মুর্হূত। এর ফলে ভারতে নতুন যুগের সূচনা হয়েছে। ধর্ম, বর্ণ, গোত্র সবকিছু ছাপিয়ে জয়লাভ করেছে বিজেপি।  

বর্ষিয়াণ রাজনীতিক রাজনাথ সিং বলেন, এখন সময় এসেছে ভারতের সফলতা পুনর্লিখনের। বিজেপি জনগণকে সঙ্গে নিয়ে সেই সাফল্যগাঁথা লিখবে।

তিনি বলেন, এটা কোনো একক ব্যক্তির সাফল্য নয়, বিজেপি ও এর জোটের প্রত্যেকটি দলের সাফল্য। এ সাফল্যে উজ্জীবিত জোট দেশের উন্নয়নে কাজ করে যাবে।

বিজেপির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কয়েকটি কথা আবৃত্তি করে রাজনাথ বলেন, ‘অন্ধকার দূর হবে, সূর্যোদয় হবে এবং আলো খেলা করবে’।

এ ফলাফলে দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজয় উদযাপন হবে, তবে সেটা শান্তভাবে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। বিজয়োৎসবে এমন কিছু করা যাবে না, যা কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত করে।

এছাড়া, এ ফলাফলের জন্য সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান রাজনাথ।

সংবাদ সম্মেলনে রাজনাথের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ও হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ উপদেষ্টা অমিত শাহ।

** একাই সরকার গঠন করতে পারে বিজেপি  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।