ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জয়-পরাজয় নির্বাচনের অংশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ১৬, ২০১৪
জয়-পরাজয় নির্বাচনের অংশ অরবিন্দ কেজরিওয়াল

ঢাকা: নির্বাচনে জয়-পরাজয়কে নির্বাচনেরই অংশ বলেছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

শুক্রবার বিকেলে এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।



কেজরিওয়াল বলেন, জয়-পরাজয় নির্বাচনের অংশ। তবে আমি বারণসিবাসীকে ধন্যবাদ দিতে চাই। তাদের তাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি।

এর আগে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানায় এএপি।

শুক্রবার ঘোষিত ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে এএপি ৪টি আসনে বেসরকারি ফলাফলে জয়লাভ করেছে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।